Quit Smoking: ধূমপানের নেশা ছাড়ান ওষুধ ছাড়াই, সামান্য উপায়ে পাবেন নতুন জীবন

।। প্রথম কলকাতা ।।

Quit Smoking: নতুন বছর (New Year) শুরু হয়েছে। ২০২৩ কে আঁকড়ে ধরুন নতুন স্বপ্ন নিয়ে পথ চলুন নতুন ভাবে। ২০২২ এর খারাপ অভ্যাসগুলো (Bad Habit) যতটা সম্ভব পারুন ত্যাগ করুন। বহু মানুষের দৈনন্দিন খারাপ অভ্যাসের তালিকায় রয়েছে ধূমপান (Smoking)। প্রতিবছর ধূমপানের কারণে বিশ্বব্যাপী প্রায় ৭ মিলিয়ন মানুষের মৃত্যু হয়। শুধুমাত্র ভারতের ধূমপানের কারণে মৃত্যুর ঝুঁকিতে থাকেন প্রায় ৬৫ লক্ষ মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organisation) তথ্য অনুযায়ী, ৮০ শতাংশ ধূমপায়ীরা দরিদ্র এবং মধ্যম আয়ের দেশগুলিতে পর্যাপ্ত স্বাস্থ্য সেবা সংস্থানগুলির সাথে বসবাস করে। যার কারণে দেশ জুড়ে তৈরি হয় জনস্বাস্থ্য সমস্যা।

তামাকের ব্যবহার মাথা, ঘাড়, জরায়ু, স্তন, কোলন, ফুসফুস প্রভৃতি ক্যানসারের (Cancer) সঙ্গে জড়িত। অনেকেই ধূমপানের নেশা ছাড়ার জন্য বিভিন্ন ওষুধের ব্যবহার করেন। তবে আপনি কয়েকটি অভ্যাসের মাধ্যমে এই ধূমপান ত্যাগ করতে পারেন। ধূমপান শুধুমাত্র স্বাস্থ্যের ক্ষতি করে না, পাশাপাশি পারিবারিক চরম অশান্তি ডেকে আনে। নতুন বছরে ধূমপান ত্যাগ করার জন্য নতুনভাবে শপথ নিন। মেনে চলুন সামান্য কয়েকটি উপায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version