Wedding Banarasi saree: সামনেই বিয়ে ? বেনারসি কেনার আগে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি অবশ্যই মাথায় রাখুন

।। প্রথম কলকাতা ।।

 

Wedding Banarasi saree: বিয়েতে সব কনেই চান তার সাজ যেন একেবারে নিখুঁত হয়। আপনার কি সামনেই বিয়ে? বেনারসি কিনতে যাওয়ার পরিকল্পনা করছেন? বেনারসি কেনার আগে কোন কোন বিষয় গুলি মাথায় না রাখলে ঠকবেন জেনে নিন। আসলে বিয়ের দিন পরনে বেনারসি রাখেন বেশিরভাগ কনে। বাজারে এখন বেনারসির অনেক ধরণ রয়েছে। বেনারসি শাড়ির ধরন এবং নকশায় অনেক বৈচিত্র রয়েছে। যেমন কাতান বেনারসি, কোড়া বেনারসি ,জর্জেট বেনারসি তানচই বেনারসি। তাই বেনারসি কেনার আগে কোন ধরনের বেনারসি আপনার পছন্দ বা কি ধরনের বেনারসি কিনতে চাইছেন তা আগে ঠিক করে রাখুন। কেনাকাটা শুরুর আগে শাড়ির বাজেট স্থির করুন। দোকানে গিয়ে সেই দামের মধ্যেই বেনারসি দেখতে শুরু করুন। কোন মরসুমে বিয়ে করছেন সেটা কিন্তু মাথায় রাখতেই হবে।

 

শীতের মরসুমে বিয়ে হলে একটু ভারী বেনারসি কেনাই যায়। আমার গরমের সময় বিয়ে থাকলে হালকা বেনারসি কেনাই ভালো। না হলে বিয়ের দিনে মুশকিলে পড়বেন। বিয়ের জন্য প্রত্যেক বাঙালি পরিবারেই বেনারসি শাড়িকে বেশি গুরুত্ব দেওয়া হয়। যথেষ্ট কদর আছে এই বেনারসি শাড়ির। বেনারসি শাড়ি কিনতে গিয়ে আমাদের অনেক টাকা খরচ হয়। বিয়ের বেনারসি কিনতে গিয়ে শাড়ির দুই পিঠে ঘন সুতোর কাজ দেখতে পাচ্ছেন কিনা লক্ষ্য করবেন। নকল বেনারসি উল্টোপিঠ খসখসে হতে পারে।

অত্যন্ত উন্নতমানের সুতো ও সিল্ক দিয়ে তৈরি হয় বেনারসি শাড়ি। রূপলি ও সোনালী রঙের জরি সুতো দিয়ে এই বেনারসি শাড়ি বোনা হয়। আপনি হাত দিয়েই এর মান বুঝতে পারবেন।আপনারা যখন বেনারসি কিনবেধ তখন আপনাদের খেয়াল রাখতে হবে সেই শাড়ির রং যেন আপনাদের ত্বকের রকে আরো বেশি করে হাইলাইট করে। আরো অপূর্ব দেখতে লাগবে তাহলে আপনাকে। আপনার কমপ্লেকশন ব্রাইট হলে বিভিন্ন উজ্জ্বল শেড বেছে নিতে পারেন। আর না হলে একটু ডার্কশেট বেছে নিতে পারেন দেখতে ভালো লাগবে আপনাকে। শাড়ি একবার গায়ে জড়িয়ে ট্রায়াল দিতে ভুলবেন না। কারণ আপনি অনেকগুলো টাকা এর পিছনে খরচ করছেন। তাই কেনার আগে অবশ্যই একবার ট্রায়াল দিন। আপনার বিয়ের দিন আপনাকে কেমন দেখতে লাগবে তার একটি ঝলক যেন অবশ্যই সেদিন আপনি দেখতে পান।

 

আরেকটা বিষয় আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে বেনারসি যেন ছোট বুটি কিংবা বড় বুটির হয়। কারণ বিয়েতে কোনের সাজের বেশিরভাগ জুড়েই থাকে বেনারসি। এবার বেনারসিতে যদি অতিরিক্ত নকশা থাকে। ভারী কাজের হয় তাহলে ব্লাউজ গয়না ওড়না সবই চাপা পড়ে যায়। শাড়ি পাটলি পাললু না হলেই ভালো। সেই সঙ্গে চওড়া পাড়ের বেনারসি কিনবেন না। এতে যেমন বেটে লাগে তেমনই শাড়ি পিন করতে গেলেও অসুবিধা হয়।

 

অনেক সময় ডিজাইন খোলে না। ৪ ইঞ্চির বেশি চওড়া পার কিনবেন না। বেনারসি কেনার আগে অবশ্যই আপনার গয়নার কথা ভেবে নেবেন। কারণ শাড়ি এবং গয়না মানানসই না হলে কিন্তু বিশেষ দিনের সাজটা গন্ডগোল হয়ে যাবে। দোকানে গেলাম আর বেনারসি কিনে ফেললাম একদম না। পরিবর্তে পরিকল্পনা করে দোকান থেকে বেছে বেনারসি কিনুন। আর জীবনের বিশেষ দিনে হয়ে উঠুন আরো সুন্দর এবং নজর কারা।

https://fb.watch/s-zpVrp0eL/

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version