Pest Control Tips: শুরু হয়ে গেছে ঘরে পোকামাকড়ের উপদ্রব ? শুধু কোনায় কোনায় ছড়িয়ে দিন এই স্প্রে

।। প্রথম কলকাতা ।।

 

Pest Control Tips: বর্ষাকালে নানান পোকামাকড়ের উপদ্রব বাড়ে। ঘরে মশা মাছি আরশোলা এগুলিকে সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খান আপনারা? নানান রকম পদ্ধতি কাজে লাগিয়ে কোন উপকার মিলছে না? তবে আর চিন্তা বাড়ানোর প্রয়োজন নেই। কারণ আজকে রইল বেশ কয়েকটি পদ্ধতির সন্ধান। যেটা মনে হবে সেটাই অ্যাপ্লাই করুন। একটি বোতলে পরিমাণমতো জল নিন। তাতে মেশিয়ে নিন ২ চামচ পিপারমেন্ট অয়েল। দুই উপকরণ ভালোভাবে মিশিয়ে ঝাকিয়ে নিন। তারপর স্প্রে করুন ঘরের কোণায় কোণায়। দেখবেন উপকার পাবেন। কারণটা নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। পিপারমেন্টের গন্ধ পোকামাকড় একদম সহ্য করতে পারে না। তাই আপনার ঘরে যদি পিপারমেন্ট অয়েল এর গন্ধ ছাড়ে তাহলে কীটপতঙ্গ পালাবে।

 

ল্যাভেন্ডার অয়েল এক্ষেত্রে বেশ কার্যকরী। ঘর থেকে পোকামাকড় তাড়াতে এটি আপনি ব্যবহার করতে পারেন। এর জন্য একটি স্প্রে বোতলে জল নিন। তাতে মিশন এক চামচ ল্যাভেন্ডার অয়েল। ছড়িয়ে দিন ঘরের কোণে কোণে। দেখবেন কাজ হবে ষোল আনা। প্রাকৃতিক কীটনাশক হিসেবে পরিচিত দুটি উপাদান বেশ ভালো ফল দেয়। আলমারি বুক সেলফ ঘরের বিভিন্ন তাকে শুকনো নিম পাতা বা কালোজিরে কাপড়ে বেঁধে রেখে দিন। পোকামাকড় চলে যাবে। এক মুঠো পুদিনা পাতা প্রথমে জলে ফুটিয়ে নিন। তারপর ঠান্ডা করে ঘরের যেসব জায়গায় পোকামাকড়ের উপদ্রপ স্প্রে করে দিন। পুদিনা পাতার তেল জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারেন। জলের সঙ্গে টি ট্রি অয়েল মেশিয়ে নিন। সেই মিশ্রণ ঘরের আনাচে কানাচে ছড়িয়ে দিলে পোকামাকড়ের উপদ্রব থেকে বাঁচবেন।

 

বর্ষাকালে ভেজা ও সাত সাতে অবস্থায় পোকামাকড়ের উপদ্রব সবচেয়ে বেশি বিরক্তকর কারণ হয়ে দাঁড়ায়। কিট পতঙ্গ গুলি কেবল খাবার বা আস্থা পত্র নষ্ট করে না মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। প্রতিদিন ঘরের মেচে পরিষ্কার করা কিন্তু খুব জরুরী। ঘর মুছতে ফিনাইল ব্যবহারের প্রকারের আনাগোনা অনেকটা কমবে। স্যাভলন ও ভিনেগার দিয়ে রান্নাঘর মুছুন। পিঁপড়ের উপদ্রব কমাতে জানলায় ও দরজায় বরিক পাউডার দিন। তবে মনে রাখবেন পোকামাকড় তাড়াতে রাসায়নিক পদার্থ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন। কিছু কিছু রাসায়নিক বস্তু শুধু আপনাকে অস্বস্তিতেই ফেলবে না বরং স্বার্থের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। তাই প্রাকৃতিক উপায়ে বর্ষাকালে পোকামাকড় তাড়াতে চেষ্টা করুন। রোজ মেরি অয়েল আপনার স্বাস্থ্যের জন্য উপকারী।  কিন্তু জানেন এর গন্ধ মশা মাছি আটসল একদম সহ্য করতে পারে না।

 

তাই বর্ষার আপনার সঙ্গী হোক রোজমেরী অয়েল স্প্রে। একটি বোতলে জল নিন। তার সঙ্গে মিশন দু-চামচ রোজ মেরি অয়েল। এক্ষেত্রে শুকনো রাখা রোজমেরি পাতা কুচিয়ে জলে ফেলে দিতে পারেন। এবার সেই মিশ্রণ বাড়িতে দিনে কয়েকবার স্প্রে করুন। বৃষ্টিপাতের কারণেই পোকামাকড় গুলি থাকার জায়গার অভাব বোধ করে। তখন আশ্রয় খোঁজে তারা গৃহতদের বাড়িতে চলে আসে। এই পোকামাকড় গুলিকে সরিয়ে বাড়িটি পরিচ্ছন্ন করে তুলতে কাল ঘাম ছোটে। তাই বর্ষার শুরু থেকেই এই উপায় গুলি কাজে লাগান। দেখবেন উপকার পাবেন।

https://fb.watch/t3Kd3uiuJm/

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version