Health Tips: অতিরিক্ত জল পানে মহাসর্বনাশ! সুস্থ থাকতে এই তথ্য অবশ্যই জানুন

।। প্রথম কলকাতা ।।

Health Tips: জল (Water) মেপে খাচ্ছেন তো? জল শরীরের জন্য কতটা উপকারী তা বলার অপেক্ষা রাখে না। আবার অতিরিক্ত পরিমাণে জল খেলেই সর্বনাশ। হিতে বিপরীত হবে। শরীরে বাসা বাঁধবে জটিল রোগ। তখন সেই পরিস্থিতি সামাল দিতে গিয়ে মুশকিলে পড়বেন। অতিরিক্ত পরিমাণে জল পান করলে শরীরের যে ঠিক কি সর্বনাশ হয় তা ধারণার বাইরে। জল দৈনন্দিন জীবনের (Daily Life) সুস্থ থাকার একটি অপরিহার্য অঙ্গ। চিকিৎসক থেকে শুরু করে গুরুজনেরা, প্রতিনিয়ত আমাদের কানের ধারে পরামর্শ দেন জল খাওয়ার জন্য। ছোটবেলায় বাচ্চাদের পিছনে রীতিমত বাবা-মায়েরা জলের গ্লাস নিয়ে দৌড়ান। কিন্তু প্রতিনিয়ত অত্যাধিক জল খাওয়ার জন্য নিজের শরীরে মারাত্মক বিপদ ডেকে আনছেন না তো ? জল কম খেলে শরীরের ক্ষতি, তা প্রত্যেকেই জানেন। কিন্তু বেশি খেলেও তার ক্ষতির পরিমাণ খুব একটা কম নয়। তাই আগে থেকে বুঝুন শরীরে জলের চাহিদা রয়েছে কিনা। প্রতিদিন পরিমিত পরিমাণে জল খান।

জলের চাহিদা বুঝবেন কীভাবে?

অত্যাধিক পরিমাণে জল পানে ক্ষতি

তাই জল কম পানেও বিপদ আবার অত্যাধিক পরিমাণে পান করলেও বিপদ। জল পান করতে হবে পরিমিত পরিমাণে। আপনার দৈহিক ওজন এবং শারীরিক অবস্থা অনুযায়ী দৈনন্দিন কত লিটার কিংবা কত গ্লাস জলের প্রয়োজন, সেই সম্পর্কে চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে নিন। সেই অনুযায়ী জল পান করুন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version