Curd Side Effects: অজান্তেই আপনার শরীরের ক্ষতি করছে দই, কাদের জন্য এটি বিষের সমান ?

।। প্রথম কলকাতা ।।

Curd Side Effects: ভারতীয়দের মধ্যে দইয়ের (Curd) জনপ্রিয়তা অনেকটাই বেশি। টক দই কিংবা মিষ্টি দই শুধু যেমন খাওয়া হয় তেমনই বহু রান্নায় টক দই ব্যবহার করা হয়ে থাকে। তাতে রান্নার স্বাদ আরও কয়েকগুণ বেড়ে যায়। খাওয়া দাওয়ার পরেও অনেকে টক দই অথবা মিষ্টি দই খেতে বেশ ভালোবাসেন। আমাদের শরীরের জন্য দইয়ের উপকারিতা অনেক বেশি। তাই এক বাটির দই আপনাকে সুস্বাস্থ্য উপহার দিতে পারে। এতে রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন বি-২, ভিটামিন বি-১২, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সহ বহু উপাদান। কিন্তু তারপরেও কিছু কিছু মানুষের জন্য দই কোন বিষাক্ত পদার্থের থেকে কম নয়।

এমনটা কেন ? দইয়ের এত গুণ থাকা সত্ত্বেও কাদের দই খেলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে ? আমাদের শরীরকে সুস্থ রাখতে এবং শরীরের দূষিত পদার্থ গুলিকে বাইরে বের করে দেওয়ার জন্য দইয়ের কোন বিকল্প হয় না। টক দই কোলেস্টেরলের (Cholesterol) মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি খাবার তাড়াতাড়ি হজম করে দিতেও সাহায্য করে। দইয়ের মধ্যে থাকে প্রো-বায়োটিক উপাদান। যা আপনার লিভারকে ভাল রাখতে পারে। কিন্তু কিছু কিছু রোগ এমন রয়েছে যে ক্ষেত্রে দইয়ের উপকারের থেকে অপকারটাই বেশি করে। চলুন জানা যাক, কারা এড়িয়ে চলবেন দই?

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version