Vastu Tips: দরজার কোণে খাটের নিচে কোথায় রাখেন ঝাঁটা ? ছোট্ট ভুলেই ঘর থেকে বেরিয়ে যাচ্ছে টাকা

।। প্রথম কলকাতা ।।

 

Vastu Tips: বাস্তু শাস্ত্র অনুযায়ী, কোনও জিনিস কী ভাবে কোথায় রাখা হচ্ছে, তার উপরে আমাদের সংসারের সার্বিক শান্তির অনেকটাই নির্ভর করে থাকে। সেই মতোই বাড়িতে ঝাড়ু রাখারও নির্দিষ্ট দিক ও নিয়ম রয়েছে। নির্দিষ্ট দিকে ঝাড়ু রাখলে সংসারে অর্থাগম হয়। অন্যদিকে, ভুল জায়গায় ঝাড়ু রাখলে অর্থ শূন্য হয়ে যায় মানুষ। প্রতিটি গৃহস্থ বাড়িতেই ঝাড়ু থাকে।

 

খুব স্বাভাবিকভাবেই এই সমস্ত ঝাড়ুর বিষয়ে আমরা বিশেষ নজর দিই না। কোথায় রাখছি, কী ভাবে রাখছি, কখন ব্যবহার করছি, এ বিষয়ে বিশেষ খেয়াল রাখা হয় না। তবে, বাস্তু বিশারদেরা জানাচ্ছেন, এই সমস্ত বিষয়ই একটি সুখী ও সমৃদ্ধশীল গৃহস্থ পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় বিশ্বাস যদি বাস্তুশাস্ত্র অনুসারে কিছু নিয়ম অনুসরণ না করা হয়, তবে একজনকে তার পরিণতি ভোগ করতে হতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির কোন দিকে ঝাড়ু ও মপ রাখা উচিত?

 

প্রকৃতপক্ষে, হিন্দু ধর্মে, তার সঠিক উপায় সম্পর্কে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। যেমন, ঝাড়ু ও মপ সঠিক দিকে না রাখলে ঘর থেকে শান্তি নষ্ট হয়। বাস্তুশাস্ত্র অনুসারে, জেনে নেওয়া যাক বাড়ির কোন দিকে এবং কেন ঝাড়ু ও মপ রাখা উচিত। হিন্দু ধর্মে ঝাড়ুর গুরুত্ব অপরিসীম। আসলে, ঝাড়ু কেবল ঘর পরিষ্কার করে না, এটি নেতিবাচকতা দূর করতে এবং সুখ ও সমৃদ্ধি আনতেও কাজ করে। ঝাড়ু রাখার মূল নিয়ম যদি না মানা হয়, তাহলে এটা এক ধরনের ঝামেলার আমন্ত্রণ। শুধু তাই নয়, এর ফলে বাড়ির সমস্ত সমৃদ্ধিও নষ্ট হয়ে যেতে পারে এবং ব্যক্তিকে দারিদ্র্যের সম্মুখীন হতে হতে পারে।

 

ঝাড়ু হল দেবী লক্ষ্মীর প্রতীক- হিন্দু ধর্মে ঝাড়ুকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। তাই ধনতেরাসের সময় প্রতিটি হিন্দু বাড়িতে একটি নতুন ঝাড়ু আনার ব্যবস্থা রয়েছে। এর কারণ হল দেবী লক্ষ্মী ঝাড়ুতে বাস করেন বলে মনে করা হয়। এই কারণেই একটি বিশ্বাস রয়েছে যে ঝাড়ুতে পা রাখা উচিত নয় এবং এমনকি যদি কেউ এটির উপর পা রাখে তবে অবিলম্বে ঝাড়ুর কাছে প্রণাম করা উচিত এবং তার ক্ষমা চাওয়া উচিত। ছাড়া ঝাড়ু কখনওই উল্টো বা উল্লম্ব অবস্থায় রাখা উচিত নয়।

 

ঝাড়ু সবসময় শুইয়ে রাখুন। না হলে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হতে পারেন। যদিও কখনও সূর্যাস্তের পর ঘরে ঝাড়ু দেন তাহলে সেই আবর্জনা কখনোই রাতে বা সন্ধ্যেবেলা বাইরে ফেলবেন না। সেটা পরের দিন সকাল বেলা বাইরে ফেলবেন। বাস্তুশাস্ত্র মতে, সূর্যোদয়ের পর ঘরে ঝাড়ু দিলে মা লক্ষ্মী প্রসন্ন হন। সূর্যাস্তের পরে যদি ঝাড়ু দেওয়া হয় তাহলে মা লক্ষ্মী রাগ করেন। আপনার আর্থিক অভাব মুছবে, ঘরে আসবে টাকা।

https://fb.watch/sPBeDHpnIa/

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version