Korean Skin Care : শুষ্ক-রুক্ষ ত্বককে প্রাণবন্ত করতে চান? মেনে চলুন কোরিয়ান স্কিন কেয়ার রুটিন

।। প্রথম কলকাতা ।।

Korean Skin Care : বর্তমানে গোটা বিশ্বের বিউটি বাজারে ভীষণ রকমভাবে কোরিয়ান মহিলাদের উজ্জ্বল, নরম, পোরলেস স্কিন নিয়ে চর্চা চলছে। কীভাবে তাঁরা তাদের ত্বককে এতটা উজ্জ্বল করে রাখেন? তাদের বয়স যাই হোক না কেন সকলের মুখেই রয়েছে তারুণ্যের ছাপ। কারণ তাঁরা মেনে চলেন কয়েকটি ধাপের স্কিন কেয়ার রুটিন। আর এই রুটিন মাঝে মাঝে নয় নিয়মিত অনুসরণ করেন তাঁরা। তাই আপনাকেও কোরিয়ান মহিলাদের মত ত্বক পেতে হলে নিয়মিত মেনে চলতে হবে এই রুটিন।

কোরিয়ানদের স্কিন কেয়ার রুটিনে সাধারণত ছয়টি ধাপ থাকে। এই ছয় টি ধাপে তাঁরা নিজেরদের ত্বক পরিষ্কার করা থেকে শুরু করে তাকে ময়েশ্চারাইজ করা সব কাজগুলি করে ফেলেন। নিখুঁত ত্বকের অধিকারী হওয়ার জন্য আপনিও ব্যবহার করতেই পারেন কোরিয়ান বিউটি টিপস। চলুন জেনে নেওয়া যাক কোন কোন ধাপে নিজেদের ত্বককে উজ্জ্বল রাখার কাজ করে চলেছেন কোরিয়ান মহিলারা।

১) ক্লিনজিং : ত্বকের যত্ন নেওয়ার জন্য সর্বপ্রথম আপনার ত্বক ভালোভাবে পরিষ্কার করতে হবে। তার জন্য ব্যবহার করুন ক্লিনজার একটি ফোম বেস ক্লিনজার ব্যবহার করতে পারেন। সেটি আপনার মুখের সমস্ত ময়লা সহ মৃত কোষগুলিকেও সরিয়ে দেবে। আর মুখ ধোয়ার পর মোছার জন্য সব সময় নরম কাপড় ব্যবহার করুন। এতে মুখে ঘষা লাগার কোন সম্ভাবনা থাকে না।

২) এক্সফোলিয়েট : ব্ল্যাক হেডস রিমুভ করা থেকে শুরু করে স্কিনের পোরের মধ্যে জমে থাকা নোংরা গুলি পরিষ্কার করতে ভীষণভাবে সাহায্য করে এক্সফোলিয়েশন। যেকোনো ধরনের বাজার চলতি স্ক্রাব ব্যবহার করতে পারেন আপনি। এছাড়াও ব্ল্যাক সুগার ফেস স্ক্রাব করার জন্য খুবই ব্যবহৃত হয় বর্তমানে।

৩) টোনার : অনেকেই মুখ ধোয়ার পর টোনিংয়ের স্টেপটি এড়িয়ে যান। কিন্তু আপনি যদি কোরিয়ান স্কিন কেয়ার রুটিন অনুসরণ করতে চান সঠিকভাবে তাহলে টোনিং এড়িয়ে যাওয়া যাবে না। আমাদের ত্বকের পিএইচ সব জায়গায় সমান থাকে না। আর ত্বকের সেই পিএইচ এর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে টোনার। তাই অবশ্যই মুখ পরিষ্কার করার পর টোনার ব্যবহার করুন।

৪) ইমালশন : ইমালশন বলতে এক ধরনের হালকা স্বচ্ছ লোশন যা আপনার ত্বককে গভীরভাবে হাইড্রেটেড করতে সাহায্য করবে। এই ধাপে আপনার ত্বকের লিপিড এবং তেলের চাহিদা পূরণ হবে। অবশ্যই মুখের পাশাপাশি ঘাড়েও ওই লোশন লাগাতে ভুলবেন না।

৫) সিরাম : এর পরবর্তী ধাপ হিসেবে ব্যবহার করুন একটি সিরাম। ভিটামিন সি সমৃদ্ধ সিরাম ত্বকের জন্য খুবই উপকারী। আপনার ত্বকের ধরন অনুযায়ী একটি সিরাম বেছে নিন । বহু কোরিয়ান ব্র্যান্ডের সিরাম রয়েছে যেগুলির বাজার চাহিদা বর্তমানে বেশ ভালো। ত্বক সতেজ রাখতে সিরাম ভীষণভাবে সাহায্য করে থাকে।

৬) ময়েশ্চারাইজার : আপনার ত্বকের ধরন বুঝে একটি ময়েশ্চারাইজার নিন। সেটি আপনার আঙুলে কিছুটা নিয়ে নিন। আর তারপর মুখের চারপাশে অল্প অল্প চাপ দিয়ে লাগিয়ে ফেলুন ময়েশ্চারাইজার। আপনার চোয়ালের পেশীসহ কপাল এবং সম্পূর্ণ মুখে ম্যাসাজ করে নিতে পারেন। এতে মুখের চামড়া বেশ টানটান হয়। বজায় থাকে ত্বকের নমনীয়তা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version