Camphor Oil: চুলের যত্নে ব্যবহার করুন কর্পূর তেল, সমাধান মিলবে একগুচ্ছ সমস্যার

।। প্রথম কলকাতা ।।

Camphor Oil: প্রাচীন যুগে ত্বক এবং চুলের জন্য মহিলারা সাধারণত ঘরোয়া বিভিন্ন উপাদানকেই বেশি ভরসা করতেন। তারপর ধীরে ধীরে কালের বদলে এখন বিভিন্ন রাসায়নিক প্রসাধনীর উপরে বিশ্বাস বেড়েছে মানুষের। কিন্তু ঐতিহ্যবাহী চিনা ও ভারতীয় আয়ুর্বেদে সব সময় প্রাকৃতিক উপাদান শরীরচর্চার জন্য কাজে লাগানোর পরামর্শ দেওয়া হয়। কারণ এদের উপকারিতা অনেক। অপকারিতা তেমন নেই বললেই চলে তেমন একটি প্রাকৃতিক উপাদান হল কর্পূর (Camphor)। আর কর্পূরের তেল (Camphor Oil) ভীষণভাবে উপকার করে চুলের জন্য।

আমাদের চুলে নানান ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। যেমন চুলে শীতকালে খুশকির প্রবলেম, ছত্রাক, সংক্রমণ, অতিরিক্ত চুল পড়ে যাওয়া, উকুন হওয়ার মতো বিভিন্ন সমস্যার সমাধান মিলবে এই কর্পূরেই। কারণ এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও আন্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য। কর্পূর চুলের কী কী ধরনের সমস্যা সমাধান করতে পারে চলুন দেখে নেওয়া যাক।

১. চুল পড়া রোধ করে (Hail Fall) : কর্পূরের তেল আপনার চুলকে শক্ত করতে সাহায্য করে। এছাড়াও এর মাধ্যমে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এই কর্পূরের তেল কোলাজেন উৎপাদন বাড়ায়। যা চুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে এবং অন্যদিকে চুল পড়ার পরিমাণ অনেক অংশে কমিয়ে দেয়।

২. খুশকি মেটায় (Dandruff) : খুশকির সমস্যা ভীষণভাবে ভোগায় বহু মানুষকে। শীতকালে প্রতিটি মানুষের মাথায় অল্প বেশি খুশকি দেখতেই পাওয়া যায়। ছত্রাকের সংক্রমণের কারণে এই খুশকি হয়ে থাকে। তৈলাক্ত এবং খসখসে স্ক্যাল্পকে পরিষ্কার করতে ভীষণভাবে সাহায্য করে কর্পূর তেলের অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান।

৩. স্ক্যাল্পের ইনফেকশন কমায় (Scalp Infection) : কর্পূরের মধ্যে বহু ধরনের জৈবিক গুণ রয়েছে, যা একটা ঘরোয়া ক্লিনার হিসেবে দারুন কাজ করতে পারে। মাথার ত্বকে নিয়মিত অল্প অল্প করে তেল লাগাতে থাকলে তা কোন ছত্রাক বা ব্যাকটেরিয়ার সংক্রমণ একেবারে গোড়া থেকে কমিয়ে ফেলতে সাহায্য করে।

কর্পূরের তেল তৈরি করার জন্য বেশি কিছু উপাদানের প্রয়োজন হয় না। শুধুমাত্র প্রয়োজন হয় নারকেল তেল (Coconut Oil) অথবা আপনার স্যুট করে এমন কোন তেল। সেই তেলের মধ্যে কিছুটা কর্পূর তেল মিশিয়ে গরম করে নিতে হবে। আর তারপর সেটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়া তেলটিকে সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করলেই চুল এবং স্ক্যাল্প সংক্রান্ত বিভিন্ন সমস্যা থেকে রেহাই মিলবে। শুধুমাত্র চুলই নয় গরমকালে ত্বকের চুলকানি এবং লালচে ভাব যাদের ভীষণভাবে ভোগায় তাঁরা এই কর্পূরের তেল ব্যবহার করতে পারেন। এলার্জি হাত থেকে মুক্তি দিতেও এর জুড়ি মেলা ভার। এছাড়াও গোড়ালির যত্ন, পেশির ব্যথা দূর করতে, ব্রণ নিরাময় করতে এবং ত্বকে উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে এই কর্পূরের তেল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version