Vastu tips: বাড়িতে অশান্তি লেগেই থাকছে? শান্তি ফেরাতে এগুলি মেনে চলুন

।। প্রথম কলকাতা ।।

Vastu tips: ঝামেলা, অশান্তি বাড়িতে লেগেই থাকে অনেক সময়। কি করে শান্তি ফিরবে তা ভেবে অনেকেই চিন্তিত হয়ে পড়েন। বাস্তুশাস্ত্র মেনে চললে তা থেকে মুক্তি পাওয়া যায়। বাড়িতে নিয়মিত ঝগড়া অশান্তি লেগে থাকলে বাড়ির মূল দরজায় গণেশের সাদা মূর্তি রাখুন। এতে ঘরের নেগেটিক এনার্জি (Negative energy) দূর হবে।

বাড়িতে কোনও অশুভ শক্তির ছায়া থাকলে প্রতিদিন ঘরে ঠাকুর পুজো দেওয়ার আগে গঙ্গাজল ও গরুর দুধ (cow milk) মিশিয়ে তার ছিটা দিন। এতে ঘরের বাস্তু উন্নত হয়।

মাটির প্রদীপ তৈরি করে তাতে তেল দিয় প্রতিদিন সন্ধেবেলায় বাড়ির মূল দরজার সামনে জ্বালান। এতে অনেক উপকার পাবেন।

সকালে পুজোর সময় ইষ্ট দেবতাকে স্মরণ করে যাবতীয় সমস্যার কথা জানিয়ে একটি বা দুটি নারকেলের ছোবড়া কালো সুতো জড়িয়ে পুজোর স্থানে রেখে দিন। সন্ধ্যেবেলা তা পুড়িয়ে দিন। টানা ৯ দিন এই টোটকা মেনে চললে উপকার পাবেন।

বাড়িতে তুলসী (tulsi) গাছ লাগান। সকাল সন্ধে তার পুজো করুন।গাছের যত্নও নিন। নিয়মিত তার সামনে প্রদীপ জ্বালান উপকার পাবেন।

বাস্তু (Vastu) অনুসারে, বাড়ির মন্দিরে দেবতার ছবি বা মূর্তি কখনই মুখোমুখি রাখা উচিত নয়। এটি করলে বাড়ির সদস্যদের মধ্যে বিভেদ বাড়ে। সেই সঙ্গে দেবতার একাধিক ছবি রাখা উচিত নয়। এটা করলে চরম অশান্তির সম্ভাবনা থাকে।

মঙ্গলবার হনুমানজির সামনে পঞ্চমুখী প্রদীপ জ্বালান। ঘরে ইতিবাচক শক্তি আসবে।

বাস্তু মতে বাড়িতে ফিউজ বাল্ব (bulb) জমিয়ে রেখে দেওয়া অশুভ বলে মনে করা হয়। ঘরের কোণে অন্ধকার থাকাও অশুভ। খারাপ বৈদ্যুতিক যন্ত্রপাতি ঘরে রাখলে ঘরে উত্তেজনা বাড়তে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version