Bone Cancer: কোন চোট ছাড়াই হাড়ে অসহ্য যন্ত্রণা ! শরীরে ক্যান্সার বাসা বাঁধছে না তো ?

।। প্রথম কলকাতা ।।

Bone Cancer: অনেক সময়ই সকালের ঘুম থেকে ওঠার পর কাঁধে কিংবা পিঠে অস্বাভাবিক একটা যন্ত্রণা (Pain) অনুভূত হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের যন্ত্রণাকে উপেক্ষা করে দেওয়া হয়। খুব বেশি হলে পেনকিলার খেয়ে নেন অধিকাংশ মানুষ। এই হাড়ে যন্ত্রণা কিন্তু পেনকিলারে কমার মতো নাও হতে পারে। কারণ হাড়ের যন্ত্রণা বোন ক্যান্সারের (Cancer) অন্যতম একটি লক্ষণ। ক্যান্সারের নাম শুনলেই সকলে আঁতকে ওঠেন। কারণ এই মারণ রোগ সম্পর্কে ধারণা কমবেশি সকলের মধ্যেই রয়েছে। ক্যান্সার শরীরের বিভিন্ন অঙ্গকে কাবু করতে পারে। তেমনই আপনার হাড়েও বাসা বাঁধতে পারে এই রোগ।

বোন ক্যান্সারের লক্ষণ:

হাড়ে যদি ক্যান্সার দেখা দেয় তাহলে দিনের তুলনায় রাতের বেলা রোগীকে বেশি ভুগতে হয়। কারণ যত রাত বাড়ে ততই এই ব্যথা আরও সাংঘাতিক হয়ে ওঠে। ভারী কোন জিনিস তোলার পরেও ব্যথা অনুভূত হয় এইগুলি একেবারেই স্বাভাবিক নয় । বোন ক্যান্সারের সঙ্গে বেশিরভাগ মানুষই খুব একটা পরিচিত নন। এই কারণে তাঁরা বোন ক্যান্সারকে সাধারণ হাড়ের ব্যথা কিংবা গাঁটের ব্যথা বলে এড়িয়ে যান। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেন, ক্যান্সার হল এমন একটি রোগ যেটি নীরবে মৃত্যুর পথে চালিত করে মানুষকে। তবে আগে থেকেই উপসর্গ বুঝে যদি ভালোভাবে ক্যান্সারের চিকিৎসা করা যায় তাহলে সুস্থ হয়ে ওঠার আশা থাকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version