Moisturized Hair: নিত্য নতুন হেয়ার স্টাইলের ঝোঁক! শীতে চুলের আর্দ্রতা ধরে রাখবেন কীভাবে?

।। প্রথম কলকাতা ।।

Moisturized Hair: চুলের যত্ন বলতে শুধুমাত্র সপ্তাহে কয়েকবার শ্যাম্পু, কন্ডিশনার আর তেল ম্যাসাজ নয়। এতে আপনার চুল যথেষ্ট পুষ্টি পাবে না। তার উপরে শীতের মরশুমে এমনিতেই শুষ্ক আবহাওয়ার জন্য চুল ত্বক সবকিছুই প্রায় রুক্ষ হয়ে যায়। কোনরকম আর্দ্রতা থাকে না ত্বক কিংবা চুলের। আর তার উপরে শীতকালে সমস্যা আরও কয়েক গুণ বাড়িয়ে দেয় খুশকি। কিন্তু অনেকেই আছেন যারা বিভিন্নভাবে হেয়ার স্টাইল (Hair Style) করতে পছন্দ করেন। শীতকাল (Winter) বলে তো আর গুটিসুটি মেরে ঘরে বসে থাকা যায় না। সেই সময় চুলে বিভিন্ন স্টাইল করতে গিয়ে দেখা যায় আর্দ্রতাহীন চুল (Dehydrated hair) কেমন যেন নিষ্প্রাণ দেখাচ্ছে।

প্রচুর পরিমাণে চুল উঠে চলে আসছে হাতে আর গাঢ় রঙের জামা কাপড়ের উপর পড়ে থাকা সাদা খুশকি নিজের অস্তিত্বের জানান দিচ্ছে। এই সমস্যা যুগ যুগ ধরে নারী-পুরুষ নির্বিশেষে সকলেরই। তবে ছেলেদের চুল ছোট থাকার কারণে বিশেষ কোন হেয়ার স্টাইলের প্রয়োজন হয় না। মেয়েদের ক্ষেত্রে সেটা খুবই প্রয়োজন। শীতকালে বিভিন্নভাবে হেয়ার স্টাইল করার পর আপনার চুলের যত্ন নেওয়ার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন:

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version