Banana Stem Benefits: কলার থোড় ফেলে দিচ্ছেন? এর চমৎকার উপকার জানলে চমকাবেন

।। প্রথম কলকাতা ।।

Banana Stem Benefits: কলা গাছের থোড়ের (Banana Stem) নাম শুনে অনেকেই একটু নাক সিঁটকান। আবার কেউ একে খাবারের তালিকায় রাখেন না। অপরদিকে বহু মানুষ আছেন যাদের কাছে থোড় মহা মূল্যবান। বাজারে (Market) গিয়ে এক টুকরো থোড়ের খোঁজ করেন। এটি বহু মানুষের কাছে অত্যন্ত প্রিয় একটি খাবার (Food)। আবার কারো কাছে অত্যন্ত অপছন্দের। কলা (Banana) সবার প্রিয় ফল। এটিই মানুষের শরীরের জন্য ঠিক কতটা উপকারী বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই কলা গাছের কাণ্ডের মজ্জার উপকারিতা জানলে আপনি অবাক হয়ে যাবেন, যাকে বলা হয় থোড়।

কলা থেকে আপনি পেতে পারেন নানান পুষ্টি উপাদান সহ প্রচুর প্রোটিন আর ভিটামিন। যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে কলার কাণ্ড কিংবা থোড় অত্যন্ত উপকারী। অনেকেই কলার কাণ্ডকে বর্জ্যের তালিকায় রেখে দেন। এর গুনাগুন জানলে এই কাজটি হয়তো আর করবেন না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version