Hair Perfume: চুলের পচা গন্ধ দূর করবে হেয়ার পারফিউম! একটা স্প্রেতে মুশকিল আসান

।। প্রথম কলকাতা ।।

 

Hair Perfume: চুলের ভ্যাপসা গন্ধ দূর করবে চুলের পারফিউম! নতুন শুনছেন? রোজ শ্যাম্পু করার সময় নেই।  এই ভ্যাপসা গরমেও চুল থেকে ফুলের মতো সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে। এবার বাজারে এসেছে হেয়ার পারফিউম। কী ভাবে ব্যবহার করবেন? তবে রোজের অভ্যেস হলো মুশকিল আছে। বাড়িতে এটি বানাতে পারেন যখন তখন। শুধু করতে হবে এই কাজগুলো। রোজ শ্যাম্পু দেওয়ার ঝক্কি শেষ হল।

 

যে ভাবে বাইরে বেরোনোর আগে সারা শরীরে বডি স্প্রে ছড়িয়ে নেন, ঠিক সেই ভাবে নির্দিষ্ট দূরত্ব থেকে চুলে স্প্রে করে নেওয়া যেতে পারে হেয়ার পারফিউম।

 

তবে মনে রাখবেন ভিজে চুলে হেয়ার পারফিউম স্প্রে করা যায় না। সব সময়ে শুকনো চুলে সুগন্ধি স্প্রে করতে হয়। নামী-দামি বহু সংস্থাই এখন চুলে মাখার সুগন্ধি তৈরি করে।
আবার, অনেক সংস্থা গায়ে এবং চুলে মাখার স্প্রে একই বোতলে ভরে বিক্রি করে। একমাত্র সেই ধরনের স্প্রে ত্বক এবং চুলে ব্যবহার করা যায়।

 

তবে বেশি ব্যবহার করলে কিন্তু চুলের দফারফা হতে পারে। বলছেন বিশেষজ্ঞরা। অনেকে যেমন হেয়ার পারফিউম সম্পর্কে জানেন না। এমন অনেকেই আছেন যারা রোজ ব্যবহার করে চলেছেন তারা মন দিয়ে শুনুন। বিশেষজ্ঞদের মতে, হেয়ার পারফিউমের বদলে এসেনশিয়াল অয়েল ব্যবহার করাই ভালো। এর জন্য ল্যাভেন্ডার, রোজমেরি বা ক্যামোমাইল জাতীয় কিছু বাছাই করে জলের সঙ্গে মিশিয়ে হেয়ার স্প্রে হিসেবে ব্যবহার করা ভালো।

 

চুলে প্রাকৃতিক তেল সরবরাহ করার পাশাপাশি একটি সুগন্ধও দেবে। একইভাবে, কমলা বা লেবুর মতো সাইট্রাস খোসা থেকে তৈরি জল ব্যবহার করা চুলের স্বাস্থ্যের জন্য ভালো বলে মনে করা হয়। তবে বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে কোনও ধরনের পারফিউম বেশি মাত্রায় স্প্রে না করাই ভালো। চুলের উপর গুরুতর প্রভাব পড়ে। চুলের পারফিউমের অ্যালকোহল চুলের প্রাকৃতিক তেলের ক্ষতি করে। এবং চুলকে শুষ্ক ও ভঙ্গুর করে তোলে। এছাড়াও চুলের গোড়াও ফেটে যায়। তাই চুলের পারফিউম যতটা সম্ভব কম ব্যবহার করাই ভালো। এটির পরিবর্তে প্রাকৃতিক কোনও জিনিস ব্যবহার করা ভালো।

 

মিস্টে যদি স্পিরিটজাতীয় কোনও রাসায়নিক থাকে, তা হলে চুল নষ্ট হতে পারে। তাই অনেকেই এই প্রসাধনীটি ব্যবহার না-ও করতে পারেন। সে ক্ষেত্রে গোলাপ জলেই কাজ চলবে। স্প্রে বোতলে ভরে সঙ্গে রেখে দিন। বেরোনোর খানিক আগে চুলে স্প্রে করে নিলেই হল।

 

তবে শুনতে অবাক লাগলেও এটা সত্যি যে সবচেয়ে বেশিক্ষণ পারফিউমের সুগন্ধ ধরে রাখতে পারে চুল। কিন্তু ওই যে, চুলে পারফিউম লাগালে তার ক্ষতি ভুগতে হবে। এমনকী দীর্ঘস্থায়ী চুলের ক্ষতিও হতে পারে। সরাসরি চুলে পারফিউম স্প্রে নৈব নৈব চ। সুগন্ধের জন্য একান্ত লাগাতে চাইলে চিরুনিতে পারফিউম স্প্রে করে তারপরে সেটা দিয়ে মাথা আঁচড়ে নিতে হবে।

https://fb.watch/sWCWh5vfRE/

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version