Relationship tips: সম্পর্কে জড়িয়েই ছবি পোস্ট করছেন ? দেখে নিন সেই সিদ্ধান্ত ক্ষতি করছে কতটা

।। প্রথম কলকাতা ।।

 

Relationship tips: এখন একটা খুব ট্রেন্ড হয়েছে। সম্পর্কের বয়স হয়তো এক সপ্তাহ পার হয়নি সঙ্গে সঙ্গে নিজেদের ছবি আপলোড করছেন ফেসবুক, ইনস্টাগ্রামে। সম্পর্ক নিয়ে জাহির করতে চান অনেকেই। আবার কেউ কেউ সম্পর্কে গোপনীয়তা পছন্দ করেন। কিন্তু যারা সম্পর্কটা নিয়ে ছবি দিচ্ছেন তারা ভেবেচিন্তে দিচ্ছেন তো? কাজটা ঠিক করছেন তো? আগে নিজেরা নিশ্চিত হতে পেরেছেন সম্পর্কটা নিয়ে? বা একে অপরের বিষয়ে সবটা জেনেছেন? তারপরে সবাইকে সবটা জানালে ভালো হয় নাকি? সম্পর্ক নিয়ে যখন তখন ওপেন বুক হওয়া কি খুব প্রয়োজন? আসলে যে কোনো ভালবাসার সম্পর্ক লোক দেখানোর তো নয়। সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত। জানেন গোপন রাখলে আপনারই ভালো? কেন? সেটা জানাবো এই প্রতিবেদনে।

 

যেকোনো সম্পর্কে প্রথমে আপনি যখন পা দেবেন খুব মিষ্টি মধুর হবে। প্রথম প্রথম প্রেম ভালোবাসা সময় দেওয়া খুনসুটি সব চলবে। কিন্তু সময় যত এগোবে একটু একটু করে ফিকে হতে থাকবে এই ভালোলাগার আবেশ। আরও একটা বিষয়, দোষে গুণে মানুষ। প্রথম প্রথম সবাই নিজের ভালোটাই দেখাতে চায়। দোষগুলো লুকোনোই থাকে। ছোট ছোট কথায়, কাজে, ব্যবহারে সেগুলো সামনে আসে। তাই একটা মানুষকে ভালোভাবে চিনতে সময় নিন। ভালোভাবে বোঝার পর তার সঙ্গে সম্পর্কে যাওয়ার সিদ্ধান্ত নিন।তারপর না হয় সঙ্গীর মত নিয়ে ছবি দিলেন সোশ্যাল মিডিয়ায়। দেখবেন তখনও তা যেন আপনাদের সম্পর্কের ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়।

 

মনে রাখবেন, এখনকার দিনে সম্পর্ক গুলো সহজ সরল নয়। এখন অধিকাংশ জুটি সোশ্যাল মিডিয়ায় নিজেদের দেখাতে ব্যস্ত। ছবি শেয়ার করতে ব্যস্ত। জেনে রাখুন, কেন বলা হচ্ছে নিজেদের ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে সকলের কাছে ওপেন বুক হবার প্রয়োজন নেই। ছবি শেয়ার করার মানেই আপনার সম্পর্কে প্রাইভেসি অক্ষত থাকছে না সেটা আপনাকে মাথায় রাখতে হবে। আবার এমন হতে পারে আপনি ছবি দিয়ে যাচ্ছেন কিন্তু আপনার পার্টনার এইসব পছন্দই করছেনা। হয়তো আপনাকে মুখে কিছু বলতে পারছে না। তিনি বিভিন্ন মুহূর্ত কেবল আপনার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান। সেক্ষেত্রে আপনার সঙ্গী এই কাজে ক্ষুন্ন হতে পারে কিন্তু।

 

সম্পর্কের বিষয়ে কাউকে জানতে সঙ্গী কতটা স্বচ্ছন্দ বোধ করছেন সেদিকে খেয়াল তো রাখতেই হবে। মনে রাখবেন সম্পর্ককে মজবুত করতে একে অপরের পাশে থাকাই যথেষ্ট। এর জন্য কোনো তৃতীয় ব্যক্তির সাহায্যে প্রয়োজন হয় না। নিজেদের মধ্যে বোঝাপড়া থাকলে সেই সম্পর্ক আস্তে আস্তে বছর পার করতে পারে। প্রেম করলেও আজকাল মানুষের ধারণা আমি এর চেয়েও ভালো কাউকে জীবনে পেতে পারি। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়ার চল তো রয়েছে। সব মিলিয়ে ছবি দেওয়ার ফলে সম্পর্কে প্রভাব পড়তে পারে। তখন সম্পর্ক ভাঙতে পারে। আর যে কোন তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে সম্পর্কের বিশ্বাস বোঝাপড়া নষ্ট হতে পার। তাই সম্পর্কটা যদি ব্যক্তিগত রাখেন তাহলে সেই সম্ভাবনা এড়ানো যাবে। লোকজন যতো কম জানবেন আপনাদের সম্পর্কে তত সুখ শান্তি বজায় থাকবে। আখেরে লাভ কিন্তু আপনারই হবে।

https://fb.watch/sTATUGKwPU/

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version