Coffee Hair Mask: পাকা চুল কালো করতে রাসায়নিক রঙকে বিদায় দিন, ভরসা রাখুন কফিতে

।। প্রথম কলকাতা ।।

 

Coffee Hair Mask: পাকা চুল কালো করতে কলপ করছেন? তাতে আখেড়ে নিজের মাথার ক্ষতি করছেন না তো? অনেকেই বাজার চলতি রাসায়নিক রঙে চুল কালো করেন।তাতে সাময়িক চুল কালো হয় ঠিকই, তবে দীর্ঘকালীন ভিত্তিতে এর ক্ষতিকারক দিকটা অনেকটাই। কয়েক দিন পর দেখবেন রঙ মুছে ফের পাকা চুল বেরিয়ে পড়েছে। তাছাড়া এই রঙ চুল ও মাথার ত্বক ভীষন ক্ষতি করে। অল্প বয়সে চুল উঠে গিয়ে মাথায় টাক পড়ে যায়।

 

তাই পার্লারে গিয়ে মোটা টাকা খরচ করে মাথা কালো করার দরকার নেই। তার বদলে আস্থা রাখুন এক চামচ কফিতেই। তাতেই চুল হবে কালো কুচকুচে। মাথা ভর্তি চুল থাকবে দীর্ঘদিন। আপনারা তো দেখছেন, এখন আর বয়স দেখে চুল পাকে না। অল্প বয়সেই মাথার চুল সাদা হয়ে যাচ্ছে। এর পেছনে থাকতে পারে জিনগত কারণ। আবার শারীরিক সমস্যার কারণেও অল্প বয়সেই চুল পেকে যায়। কলপ করলে আবার মাথার চুল পাতলা হতে বেশি সময় লাগবে না। তাহলে উপায়?

 

রূপটানশিল্পীরা বলছেন, এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে কফি। কফির সঙ্গে কয়েকটি উপাদান মিশিয়ে প্যাক তৈরি করুন। তা চুলে মাখতে পারলেই তফাত নজরে পড়বে।কোন উপাদান কিভাবে মেশাবেন?

 

কফির সঙ্গে লেবুর রস মিশিয়ে চুল কালো করুন। ছোট একটি পাত্রে ১ টেবিল চামচ কফি এবং পরিমাণ মতো লেবুর রস মিশিয়ে নিন। এ বার চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত মেখে নিন। আধ ঘণ্টা মতো মাথায় মেখে রাখুন। তার পর শ্যাম্পু করে ফেলুন। প্রতি সপ্তাহে এই নিয়ম মেনে চললেই পাকা চুল কালো হবে।

 

কফির সঙ্গে নারকেল তেল মাখলেও ভালো ফল পাবেন। লেবুর রসে সাইট্রিক অ্যাসিড রয়েছে। মাথায় মাখলে অস্বস্তি হতে পারে। সে ক্ষেত্রে কফির সঙ্গে নারকেল তেল মিশিয়ে মাখতে পারেন। আধঘণ্টা মেখে শ্যাম্পু করে নিন। কয়েক সপ্তাহ এই মিশ্রণ মেখে দেখুন। পাকা চুল ধীরে ধীরে কালো হবে।

 

অকালপক্বতা আটকাতে কফির সঙ্গে মধু মিশিয়ে বিশেষ প্যাক তৈরি করে নিতে পারেন। স্নানের আধঘণ্টা আগে এই প্যাক মেখে নিন। তার পর শ্যাম্পু করে ফেলুন। নিয়ম মেনে প্রতি সপ্তাহে এই প্যাক মাখলেই কাজ হবে। এতে চুল কালো তো হবেই সেইসঙ্গে তা কোনও ক্ষতি করবে না। বরং চুলের স্বাস্থ্য ভালো থাকবে। নতুন চুলও গজাবে। তাই চুল কালো করতে রাসায়নিক বাদ দিন। ভরসা থাকুক কফিতে।

https://fb.watch/sWCrmRe2JK/

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version