Vastu Tips: যাত্রাপথে চোখে পড়ছে এই জিনিসগুলি! যে কোন কাজে সাফল্য নিশ্চিত

।। প্রথম কলকাতা ।।

Vastu Tips: শুভ-অশুভ সঙ্কেত সম্পর্কে অনেকের মনেই বহু প্রচলিত বিশ্বাস রয়েছে। বেশ কিছু প্রাকৃতিক জিনিসকে শুভ বলে মনে করেন অনেকে। আবার বেশ কিছু প্রাকৃতিক জিনিসকে অশুভ বলেও মনে করা হয়। কোন কাজে যাওয়ার আগে স্বাভাবিকভাবেই প্রত্যেকে চাইবেন তাঁর দিনের শুরুটা যেন ভাল হয়। প্রতিযোগিতার বাজারে সাফল্য নিজে থেকে আসে না। রীতিমত সাফল্য ছিনিয়ে আনতে হয়। সেই জায়গায় আপনার কর্মস্থলে যাওয়ার পথে কিংবা বাড়ি থেকে বেরোনোর পর এমন কিছু দৃশ্য যা আপনি শুভ বলে মনে করেন তা দেখতে পেলে অন্ততপক্ষে মন ভালো হয়ে ওঠে।

তবে আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা কোনটা শুভ সঙ্কেত এবং কোনটা অশুভ সঙ্কেত তা সঠিকভাবে বুঝতে পারেন না। এমন বহু প্রচলিত বিশ্বাস রয়েছে শুভ-অশুভকে নিয়ে। তাই আপনার যাত্রা পথে কোন কোন দৃশ্য চোখে পড়লে সেগুলিকে শুভ সঙ্কেত বলে ধরে নেবেন তা জানানো হল এই প্রতিবেদনে। দিনের শুরুতে শুভ সঙ্কেতের দর্শন হয়তো আপনার দিনটিকেও সাফল্যমণ্ডিত করতে পারে।

জেনে নিন কিছু বহুল প্রচলিত শুভ সঙ্কেত :

* একদম সকালে যদি কোন সাধু কিংবা ভিক্ষুক আপনার বাড়ির দরজায় আসে তবে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মনে রাখবেন কখনই তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনার সামর্থ্যমত যতটুকু তাদের দান করবেন সেই কর্মফলে আপনার আটকে থাকা বহু সমস্যার সমাধান হতে পারে। সাফল্য আসতে পারে ব্যবসা এবং কর্মক্ষেত্রে।

* বাড়ি থেকে বেরোনোর সময় কিংবা বেরোনোর পর চোখের সামনে যদি গোদুগ্ধ দেখতে পান তাহলে বুঝবেন আপনার দিনটি বেশ ভালোই যেতে চলেছে।

* যাত্রাপথে কোন মৃতদেহ দর্শন। মৃত্যু কখনই সুখবর হতে পারে না কিন্তু প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্মশানের উদ্দেশ্যে কোন মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে এমন দৃশ্য দেখা অত্যন্ত শুভ।

* রাস্তায় যদি কখনও দেখেন পাখিরা ভাগ করে খাবার খাচ্ছে, তাহলে বুঝবেন সেদিন যে কাজ নিয়ে আপনি বেরিয়েছেন তা সফল হবেই।

* বাড়ি থেকে বেরোনোর সময় জল ভর্তি পাত্র দেখা সৌভাগ্যের সঙ্কেত নিয়ে আসে।

* সকালের দিকে গুড় দর্শন এবং মধু দর্শন যে কোন মানুষের জন্য সুখবর নিয়ে আসতে পারে।

* আপনি কোন শুভ কাজে বেরোনোর জন্য তৈরি আর সেই সময় আপনার কানে আসল মন্দিরের ঘন্টার শব্দ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, একপ্রকার ভগবানের আশীর্বাদ মেলে এইভাবে।

* সকালের দিকে আপনি কোন কাজে বেরোচ্ছেন এবং সেই সময় আপনার বাগানের ফুল ফুটল। আর তা চোখে পড়ল আপনার। এই দৃশ্য অত্যন্ত পবিত্র।

উপরে উল্লেখিত সমস্ত শুভ সঙ্কেত গুলি বহুদিন ধরে বিশ্বাস করে আসছেন মানুষ। এই প্রচলিত বিশ্বাস বা তথ্য নিশ্চিত করে না প্রথম কলকাতা। এই ধরনের তথ্য কিংবা বিশ্বাস মানতে হলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ জরুরী।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version