Corona Virus: রেহাই নেই, ২ বছর পর ফিরে আসবে করোনা! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

।। প্রথম কলকাতা ।।

Corona Virus: বিগত তিন বছর করোনা ঝড় বয়ে গিয়েছে গোটা বিশ্বের উপর দিয়ে। সেই আতঙ্কের রেশ এখনো কাটেনি। তারপরেই প্রকাশ্যে এল এমন এক হকচকিয়ে দেওয়ার তথ্য, যা শুনলে আপনি অবাক হবেন। গবেষণা বলছে, করোনার ভাইরাস মানুষ শরীরে বেঁচে থাকতে পারে প্রায় দু’বছর পর্যন্ত। অর্থাৎ একবার কোন ব্যক্তি করোনা সংক্রমিত হলে দু বছর পর আবার সেই ভাইরাস ফিরে আসতে পারে। স্বাভাবিক ভাবেই, এখন গোটা বিশ্বজুড়ে এই গবেষণা নিয়ে উঠেছে আলোচনার ঝড়।

‘অমর উজালা”য় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গবেষণায় দেখা গিয়েছে, করোনা ভাইরাস সংক্রমিত ব্যক্তির ফুসফুসে প্রায় দুই বছর থাকতে পারে। নেচার ইমিউনোলজি জার্নালে প্রকাশিত একটি চিকিৎসা গবেষণায় এই দাবি উঠে এসেছে। সমীক্ষা অনুসারে, SARS CoV-2, ভাইরাস যা করোনা (COVID-19) সংক্রমণ ঘটায়। সংক্রমণের পরে ১৮ থেকে ২৪ মাস পর্যন্ত কিছু ব্যক্তির ফুসফুসে থাকতে পারে। SARS CoV-2 ভাইরাস সাধারণত সংক্রমণের এক থেকে দুই সপ্তাহ পরে উপরের শ্বাস নালীর মধ্যে সনাক্ত করা যায় না, তবে কিছু ভাইরাস সংক্রমণ ঘটার পর শরীরে সুপ্ত এবং অজানা থেকে যায়। এটি উপরের শ্বাস নালী।বা রক্তে সনাক্ত করা যায় না। এটি এইচআইভির মতো, যা নির্দিষ্ট ইমিউন কোষে সুপ্ত থাকে এবং যে কোনো সময় পুনরায় সক্রিয় হতে পারে।

অধ্যাপক মুলার-ট্রুটওয়েন বলেছেন যে, SARS CoV2 সংক্রমণে সহজাত অনাক্রম্যতার সেলুলার প্রতিক্রিয়া খুব কম। কিন্তু ভাইরাল সংক্রমণ নিয়ন্ত্রণে এনকে (NK) কোষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাণীর মডেল থেকে জৈবিক নমুনাগুলির বিশ্লেষণে দেখা গিয়েছে, ফুসফুসে টিকে থাকা ভাইরাসের পরিমাণ মূল SARS CoV2 স্ট্রেনের তুলনায় ওমিক্রন স্ট্রেনের জন্য কম ছিল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version