Heart Attack Risk: হৃদরোগের ঝুঁকি বাড়ছে মহিলাদের জীবনে, নেপথ্যে বিশেষ তিনটি কারণ

।। প্রথম কলকাতা ।।

Heart Attack Risk: সারা বিশ্বে বর্তমানে সব থেকে বেশি যে রোগটি থাবা বসিয়েছে তা হল হৃদরোগ (Heart Attack)। এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। আগামীতেও হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা নেহাত কম নয়। সম্প্রতি একটি সমীক্ষার মাধ্যমে জানা গিয়েছে, বিশ্বজুড়ে প্রতিবছর যত মানুষ প্রাণ হারান তার মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা অনেকটাই বেশি। আর তার থেকেও অবাক করে দেওয়ার মতো একটি রিপোর্ট হল, সেই মৃত মানুষের তালিকায় মহিলাদের (Ladies) নাম সব থেকে বেশি থাকে । অর্থাৎ হালের কিছু গবেষণা বলছে, পুরুষদের তুলনায় মহিলাদের হৃদরোগের ঝুঁকি সামান্য বেশি।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, পুরুষরা হৃদরোগে আক্রান্ত হওয়ার আগে তাদের বিশেষ কিছু উপসর্গ দেখা দেয়। যেমন বুকে তীব্র যন্ত্রণা হওয়া। কিন্তু মহিলাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার আগে এই ধরনের উপসর্গ একেবারেই দেখা যায় না। বদলে তাঁরা ক্লান্তি, শ্বাসকষ্ট, ঘাড়ে এবং কাঁধে ব্যথার মতো সমস্যায় ভুগতে থাকেন। আর এই ধরনের সমস্যাগুলি যখন বৃহৎ আকার ধারণ করে তখনই ঘটে কোন অঘটন। একটি গবেষণা বলছে, বর্তমানে মহিলাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ার পেছনে বিশেষ কিছু কারণ রয়েছে।

প্রথমত, যে সকল মহিলারা অন্তঃসত্ত্বা এবং উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ঝুঁকি অনেকটাই বেশি । এই সময় রক্তচাপ বৃদ্ধি পেলে রক্তনালিকাগুলির মধ্যে দিয়ে অক্সিজেন এবং রক্ত মস্তিষ্কে গিয়ে পৌঁছতে পারে না। আর প্রতিনিয়ত পর্যাপ্ত পরিমাণের থেকে কম রক্ত মস্তিষ্কে পৌঁছালে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বৃদ্ধি পায়। যারা উচ্চ কোলেস্টেরল এবং ডায়াবেটিসের রোগী তাদের ক্ষেত্রেও রক্তনালিকাগুলির সংকীর্ণ হয়ে যায়। কাজেই রক্ত প্রবাহে বাধা সৃষ্টি হয়। আর এর ফলাফল হিসেবে হৃদরোগে আক্রান্ত হন রোগীরা। যে সকল মানুষ হৃদরোগে আক্রান্ত হয়েছেন তাদের অধিকাংশেরই মানসিক চাপের সমস্যা থাকে। কর্মব্যস্ততা এবং মানসিক অবসাদ বহু মহিলার অনিদ্রার কারণ হয়ে দাঁড়ায়। যার তার জন্য হৃদরোগে আক্রান্ত হতে পারেন বহু মহিলা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version