i pill tablet: গর্ভনিরোধক পিল খাচ্ছেন, ক্ষতিকারক দিকগুলি জানা প্রয়োজন

।। প্রথম কলকাতা ।।

i pill tablet: জন্মনিয়ন্ত্রণের অন্যতম পদ্ধতি হচ্ছে জন্মনিরোধক বড়ি বা পিল। আমাদের সমাজে পিল খাওয়া নিয়ে অনেক কুসংস্কার রয়েছে। কেউ কেউ বলেন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বে বাতিল করতে পিল খেলে পরে আর সন্তান হয় না।

গর্ভধারণ রুখতে বেশিরভাগ মহিলা আস্থা রাখেন গর্ভনিরোধক পিলে। স্ত্রীরোগ বিশেষজ্ঞদের মতে ৯৯.৭ শতাংশ ক্ষেত্রেই পিল কাজে দেয়। তার জন্য দরকার একজন ডাক্তারের পরামর্শ। পিল খাওয়ার পরেও গর্ভধারণের ঝুঁকি থেকেই যায়।

২৪ ঘন্টার ব্যবধানে একটি নির্দিষ্ট সময় নিয়মিত ভিত্তিতে পিল খাওয়া উচিত। নইলে গর্ভধারণের ঝুঁকি থেকে যায়। পিল খাওয়া শুরু করার পর যদি একদিনও ভুলে যান তাহলে বিপদ। পিল না খাওয়া অবস্থাতে যদি অসুরক্ষিত সেক্স করেন তাহলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ২৪ ঘন্টার মধ্যে এমার্জেন্সি পিল খাওয়া যেতে পারে। পিল খাওয়ার পর যদি গা বমি বমি করে তাহলে অবিলম্বে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। পিরিয়ডের দ্বিতীয় বা পঞ্চম দিন থেকে পিল খাওয়া শুরু করা উচিত। গরমে পিলের কার্যকারিতা নষ্ট হয়, তাই অপেক্ষাকৃত ঠান্ডা জায়গায় পিল রাখা উচিত।

তবে সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যায় পিল খাওয়ার পর অরক্ষিত শারীরিক সম্পর্কের ক্ষেত্রে তা কার্যকর হয় না। চর্ম ও যৌন রোগের সমস্যা হতে পারেই। পিল খেলে বমি বমি ভাব হতে পারে। স্তনে তীব্র ব্যথা হতে পারে। মাথা ব্যাথা হতে পারে। পরবর্তী পিরিয়ড অনিয়মিত হতে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version