Soaked Dates: রাতের পর রাত কাটছে অনিদ্রায় ? শান্তিতে ঘুমাতে রোজ খান খেজুর

।। প্রথম কলকাতা ।।

Soaked Dates: সারাদিনের ক্লান্তি দূর করতে পারে একটা টানা গভীর ঘুম (Sleep)। এই কারণে রাতে কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টা টানা ঘুমানোর পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু অনেকেই এমন রয়েছেন যারা চেষ্টা করেন ঘুমোনোর কিন্তু ঘুম কিছুতেই তাদের চোখের পাতায় আসে না। অর্থাৎ রাতের পর রাত এক প্রকার জেগে কাটিয়ে দিতে হয়। যদিও বা ঘুম আসে তখন ভোরবেলা। আর কিছুক্ষণ পরেই উঠে তৈরি হতে হবে কর্মক্ষেত্রে যাওয়ার জন্য। কাজেই এ্য প্রভাব পড়ে তাদের শরীরে। এই ধরনের সমস্যার সমাধান করতে ঘুমের ওষুধের দিকে অনেকেই হাত বাড়ান । এর আবার অনেক সাইড এফেক্ট রয়েছে। তাই সহজে ঘুমের (Sleeping Pills) ওষুধ খাওয়া উচিত নয়।

প্রাকৃতিক এমন কিছু উপাদান রয়েছে যা আপনার এই অনিদ্রার সমস্যা কমাতে সাহায্য করবে। তার মধ্যে অন্যতম একটি হল খেজুর (Dates)। পুষ্টিবিদরা বলেছেন খেজুরের মধ্যে প্রয়োজনীয় সকল পুষ্টিগুণ রয়েছে। এই খেজুর আমাদের শরীরে মেলাটোনিন (Melatonin) হরমোন নিঃসরণ করতে সাহায্য করে। আর এই হরমোনের নিঃসরণ স্বাভাবিক থাকলে রাতের ঘুম ভালো হয়। অনিদ্রার ফলে যে সমস্যাগুলি দেখা যায় সেগুলির মুখোমুখি হতে হয় না। তবে খেজুরের এই একটি মাত্র গুণ (Quality) নয়, রয়েছে আরও একাধিক পুষ্টিগুণ।

জেনে নিন কেন রোজকার ডায়েটে রাখবেন খেজুরকে ?

খেজুর খাওয়ার সঠিক নিয়ম

অল্পস্বল্প খিদে পেলেই আপনি একটা দুটো খেজুর খেয়ে নিতে পারেন। এতে আপনার শরীরের কোন রকম ক্ষতি হবে না। কিন্তু পুষ্টিবিদরা বলছেন, খেজুরের সঠিক পুষ্টিগুণ পেতে গেলে কিছু নিয়ম মেনে সেটি খেতে হবে। প্রতিদিন রাতে খেজুর জলে ভিজিয়ে রাখুন। আর সকালে উঠে সেই ভিজিয়ে রাখা খেজুর খান। এটা আপনার স্বাস্থ্যের জন্য শুকনো খেজুরের থেকে অনেকটাই বেশি ভালো ফল দেবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version