Chocolate Cyst: কম বয়সী মেয়েদের শরীরে ভয়ঙ্কর চকলেট সিস্টের থাবা! কীভাবে সাবধানে থাকবেন?

।। প্রথম কলকাতা ।।

Chocolate Cyst: বর্তমানে কম বয়সী মেয়েদের অন্যতম একটি সমস্যা হল ডিম্বাশয়ে চকলেট সিস্ট (Chocolate Cyst)। অনেক বাবা-মা তাদের সন্তানদের ক্ষেত্রে এই ধরনের রোগ নিয়ে বেশ চিন্তায় থাকেন। ডিম্বাশয়ে এই ধরনের সিস্ট মূলত এক ধরনের এন্ডোমেট্রিয়াল সিস্ট (Endometrial Cyst)। চকলেট সিস্ট বলতে বোঝায়, জরায়ু ছাড়া অন্য কোন স্থানে এন্ডোমেট্রিয়ামের উপস্থিতি। এটি যখনই ডিম্বাশয়ে জমা হয় তখনই একে বলা হয় চকলেট সিস্ট।

চকলেট সিস্টের (Chocolate Cyst) বেশ কিছু কমন লক্ষণ রয়েছে। এই রোগের উপসর্গে দিনের পর দিন ভুগতে থাকলে একেবারেই এড়িয়ে যাবেন না। সাধারণত ২৫ শতাংশ ক্ষেত্রে চকলেট সিস্টের কোন লক্ষণ থাকে না। ৫০ শতাংশ ক্ষেত্রে তলপেটে ব্যথা অনুভব হয়। বিশেষ করে মাসিকের কিছুদিন আগে থেকে। এছাড়াও মাসিকের সময় প্রচন্ড ব্যথা অনুভব হয়। যদি দীর্ঘদিন তলপেটে ব্যথা থাকে তাহলে বিষয়টিকে অবহেলা করবেন না। এছাড়াও চকলেট সিস্ট হলে ঘনঘন প্রস্রাব হওয়া, প্রস্রাব থেকে রক্ত আসা, পায়খানার সময় কষ্ট হওয়া, জ্বালাপোড়া ভাব এই উপসর্গগুলি দেখা দিতে পারে।

ডিম্বাশয়ে হওয়া এই এন্ডোমেট্রিয়াল সিস্ট অনেকটা চকলেটের মতো দেখতে, তাই একে বলা হয় চকলেট সিস্ট। প্রথম থেকেই একটু সতর্ক হলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। সাধারণত যখন মাসিকের সময় জরায়ুর বাইরে থাকা এন্ডোমেট্রিয়াল টিস্যু গুলো নষ্ট হয়ে যায় কিংবা ছিঁড়ে যায় তখন সেখান থেকে অস্বাভাবিক রক্তক্ষরণ হতে থাকে। সেই রক্ত ধীরে ধীরে জমতে থাকে ডিম্বাশয়ের ভিতর, যা থেকে তৈরি হয় সিস্ট। ৩০ থেকে ৪৫ বছর বয়সী মহিলাদের ক্ষেত্রে চকলেট সিস্টের আশঙ্কা বেশি। এছাড়াও কম বয়সী মেয়েদেরও এই সমস্যা হতে পারে। চকলেট সিস্টের কারণে বন্ধ্যাত্বের মত সমস্যা তৈরি হতে পারে। এক্ষেত্রে গর্ভধারণ কষ্টসাধ্য হলেও চিকিৎসা করে সুস্থ হওয়া সম্ভব। এই সিস্ট যখন ৪ সেন্টিমিটারের বেশি হয় তখন অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। আপনি একটু সচেতন থেকেই চকলেট সিস্টের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। যদি দেখেন ঘন ঘন মাসিক হচ্ছে, মাসিকের সময় তীব্র ব্যাথা কিংবা অতিরিক্ত রক্তপাত হচ্ছে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version