।। প্রথম কলকাতা ।।
Winter Hair Care: শীত মানেই একটা উৎসবের আমেজ। ব্যাগ গুছিয়ে কোথাও একটা বেরিয়ে পড়ার পালা। এইবার বড়দিনের ছুটি পড়েছে উইকেন্ডে অর্থাৎ শুক্রবার অর্থাৎ আজ বিকেলে তাড়াতাড়ি অফিস থেকে ফিরে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেই হাতে এক্কেবারে পুরোপুরি দুটো দিন। এর মধ্যে অনেকেই হয়তো ডেস্টিনেশন ঠিক করে রেখেছেন। জোগাড় করে রেখেছে নিজের পছন্দের জামা, জুতো, সাজ-সরঞ্জাম সবকিছুই। এসব ছাড়া আবার ঘুরতে যাওয়া যায় নাকি!
তবে ঘুরতে গিয়ে নিজের ত্বকের যত্ন নেওয়াটা যতটা জরুরী একইসঙ্গে জরুরী হয়ে পড়ে চুলের যত্ন (Hair Care) নেওয়াটাও। শীতকাল (Winter) বলে টুপির নিচে চুল লুকিয়ে রাখবেন এমনটা হতে পারে না। তাই আপনার ট্রাভেলিং ব্যাগে চুলের যত্নে ব্যবহার করা সব প্রসাধনী ঠিকঠাক গুছিয়ে নিন। আর ঘুরতে গিয়ে কীভাবে চুলের যত্ন নিতে হবে তার কিছু টিপস রইল আজকের প্রতিবেদনে।
- কোথাও বেড়াতে যাওয়া হচ্ছে মানে একেক দিন একেক রকম পোশাকের সঙ্গে নতুন হেয়ার স্টাইল। তাই বাড়ি থেকে বেরোনোর সময় চলে শ্যাম্পু (Shampoo) করতে একেবারেই ভুলবেন না। হেয়ার ড্রায়ারের বদলে চুল রোদে বসে শুকিয়ে নিন। এতে আপনার চুলের স্বাস্থ্য ভালো থাকবে।
- বেড়াতে যাওয়ার আগে হেয়ার কালার করার ইচ্ছে জাগতে পারে। তবে ইনস্ট্যান্ট কোন হেয়ার কালার ব্যবহার করবেন না। এতে আপনার চুলের ক্ষতি হতে পারে। তাই কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে আগেভাগে সম্পূর্ণ ট্রিটমেন্ট করিয়ে তারপর হেয়ার কালার করান।
- ন্যাচারাল কালার করাতে চাইলে চুলে শ্যাম্পু করার পর নিয়মিত কফি দিয়ে চুল হতে পারেন। এতে কিছুদিন পর চুলে ব্রাউন রঙ ধরতে শুরু করবে। যা রোদে গেলে বেশ চকচকে ভাব আনে।
- কোথাও ঘুরতে যাওয়ার আগে অবশ্যই চুলে ভালো করে অয়েল ম্যাসাজ করে নিন । আগের দিন রাতে এই কাজটি করে রাখতে পারেন । বাড়ি থেকে বেরোনোর আগে ভালোভাবে চুল ধুয়ে নিলেই সমস্যা সমাধান ।এতে চুলের গোড়া মজবুত হয়।
- যেখানেই যান না কেন নিজের সঙ্গে একটি সিরাম অবশ্যই রাখুন। কারণ রাস্তাঘাটে ধুলোবালির জন্য যেকোনো সময় শ্যাম্পু কন্ডিশনার করতে হতে পারে। তারপর হালকা হাতে সিরাম লাগিয়ে নিলে চুল উজ্জ্বল থাকবে এবং দেখতেও বেশ ভালো লাগবে।
চুলের যত্নের পাশাপাশি ত্বকের যত্নকে ভুললে চলবে না। শীতকাল মানে শুষ্ক আবহাওয়া। ত্বকে টান ধরার মরসুম। শুরু তাই নিজের সাথে ময়েশ্চারাইজার নিতে একেবারেই ভুলবেন না। যেহেতু বডি অয়েল সাথে করে নিয়ে যাওয়া কিছুটা সমস্যা এবং সব সময় বডি অয়েল মাখতেও ভালো লাগে না তাই সে ক্ষেত্রে দারুন বিকল্প হিসেবে কাজ করবে ময়েশ্চারাইজার। একটা কোল্ড ক্রিম অবশ্যই সঙ্গে রাখুন। আর প্রয়োজন হবে লিপবামের ঠান্ডা হাওয়ায় যেকোনো সময় আপনার ঠোঁট ফেটে যেতে পারে । তাই আগে থেকেই লিপবামের ব্যবস্থা করে রাখুন।