Vastu Tips: শুধু মানিপ্ল্যান্ট নয়, অর্থকষ্ট দূর করতে পারে দূর্বাও! তালিকায় আছে আর কী?

।। প্রথম কলকাতা ।।

Vastu Tips: প্রত্যেকেই চাইবেন যাতে নিজের বাড়িতে সব সময় সুখ শান্তি বজায় থাকুক। অর্থের অভাব যেন দেখা না দেয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী আমরা প্রায় সকলেই জানি বাড়িতে মানিপ্ল্যান্ট থাকলে সেখানে কখনও অর্থের অভাব দেখা দেয় না। অর্থকষ্টে ভুগতে হয় না সেই পরিবারের সদস্যদের। ভারতীয় বাস্তুশাস্ত্র এমনটাই বলে। তবে জানেন কি ফেং শুই (চিনা ভূ-শাস্ত্র বা বাস্তুশাস্ত্র) অনুসারে আরও পাঁচটি গাছ রয়েছে যারা মানিপ্ল্যান্ট এর থেকেও বেশি শুভ। অর্থাৎ সেই পাঁচটি গাছ কোন গৃহস্থ বাড়িতে থাকলে সমস্যা থাকবে বাড়ির বাইরে । অর্থনৈতিক দিক থেকে ফুলেফেঁপে উঠবেন তাঁরা।

* কী সেই পাঁচটি গাছ ? বিস্তারিত তথ্য রইল এই প্রতিবেদনে

১) দূর্বা ঘাস : দূর্বা ঘাস আমরা সবাই চিনি। পুজোতেও এই দূর্বা ঘাস ব্যবহার করা হয় । কিন্তু জানেন কি বাড়িতে দূর্বা ঘাস লাগালে তার কী কী উপকারিতা পাবেন আপনি? বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির বাগানে কিংবা বারান্দায় যদি দূর্বা ঘাস লাগানো যায়, তবে সেই বাড়িতে অর্থ এবং খাদ্যের ভান্ডার কখনও সম্পূর্ণ শেষ হয় না। এমনকি মনে করা হয় বাড়ির সামনে যদি দূর্বা ঘাস লাগানো সন্তান লাভের জন্য অত্যন্ত শুভ। আপনার বাড়িতে সব সময় বিরাজ করবে সুখময় পরিবেশ।

২) শ্বেত আকন্দ : ভারতীয়দের কাছে আকন্দ গাছ ভীষণভাবে পরিচিত। আকন্দ ফুল শিব পুজোয় প্রয়োজন হয়। নিশ্চয়ই দেখে থাকবেন আকন্দের পাতা কিংবা ডাল ভাঙলে সাদা দুধের মতো তরল পদার্থ বের হতে থাকে। এই গাছটিকে কিন্তু গণেশের প্রতীক বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্রে বলে, শ্বেত আকন্দ গাছ আপনার বাড়িতে থাকলে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। ব্যবসায় হবে অগ্রগতি। এছাড়াও বাড়িতে সব সময় সুখ স্বাচ্ছন্দ্য শান্তি বজায় থাকবে।

৩) কাঠ করবী : এই গাছটি মূলত তিনটি প্রজাতির হয়। সাদা, লাল এবং হলুদ ফুল আসে তিন ধরনের গাছে। তবে কাঠ করবীর ওই সাদা ফুল দেবী লক্ষ্মীর অত্যন্ত পছন্দের। কথিত রয়েছে, যে বাড়িতে কাঠ করবি ফুলের সুগন্ধ ছড়িয়ে থাকে সেই বাড়ির দুঃখ-দরিদ্র দূর করেন দেবী লক্ষ্মী। ওই পরিবারের উপর মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সর্বদা বজায় থাকে।

৪) তুলসী গাছ : বহু প্রাচীন কাল থেকেই প্রত্যেক হিন্দু ধর্মাবলম্বী মানুষের বাড়িতে তুলসী গাছ দেখতে পাওয়া যায় । এই তুলসী গাছকে একপ্রকার দেবী লক্ষ্মীর রূপ হিসেবেই পুজো করা হয় । প্রচলিত রয়েছে যেই বাড়িতে তুলসী অর্থাৎ দেবী লক্ষ্মীর অবস্থান থাকে সেখানে ভগবান বিষ্ণুর কৃপা দৃষ্টি সব সময় থাকে। বাড়িতে তুলসী গাছ থাকলে যেমন সুস্বাস্থ্য বজায় থাকে ঠিক তেমন সম্পদের ভাণ্ডার কখনও ফুরায় না।

৫) জেড প্লান্ট : বহু ভারতীয় বাড়িতেই আপনি জেড প্ল্যান্ট দেখতে পাবেন। হয়তো অনেকেই এই গাছের নাম জানেন না কিন্তু কম বেশি চেনেন সকলেই। ছোট গুল্ম জাতীয় গাছ, পাতাগুলি গোল এবং মোটা মোটা। এই গাছটি বেশিরভাগ ভারতীয় বাড়িতে ইনডোর প্ল্যান্ট হিসেবে রেখে থাকেন। তবে ফেং শুইতে বর্ণনা করা হয়েছে যে, এই গাছের রয়েছে অলৌকিক শক্তি। যা অর্থ আকর্ষণ করতে পারে। এছাড়াও ঘরের মধ্যে থাকার নেগেটিভিটিকে দূর করার মত শক্তি রয়েছে এই ছোট্ট গাছটির।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version