Papaya Face Pack: মুখের উজ্জ্বলতা বাড়াতে পার্লারে যাওয়ার দরকার নেই, বাড়িতেই তৈরি করুন পেঁপের ফেসপ্যাক

।। প্রথম কলকাতা ।।

Papaya Face Pack: পার্লারে গিয়ে গাদা গাদা টাকা খরচ করে পেঁপে ক্লিনআপ বা ফেসিয়ালের আর কোনও দরকার নেই। সেখানে অনেক সময় এগুলি কৃত্রিম ক্রিম ও রাসায়নিক দিয়ে তৈরি হয়। এতে মুখের ত্বকের ক্ষতি হতে পারে।তার চেয়ে বাড়িতেই তৈরি করুন পেঁপের ফেস প্যাক। খরচও কমবে, জেল্লা পাবেন মনের মতো। চলুন জেনে নেওয়া যাক, বাড়িতে কিভাবে তৈরি করবেন পেঁপের ফেসপ্যাক।

পেঁপে শুধু স্বাস্থ্যের জন্যই নয়, আমাদের সৌন্দর্যের জন্যও এটি উপকারী। বার্ধক্যের লক্ষণ কমানো সহ আমাদের ত্বকের জন্য পেঁপের অনেক উপকারিতা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, পেঁপে ত্বকের জন্য সুপারফুড হিসেবে বিবেচিত হয়। এটি শুধুমাত্র সুস্থ থাকার জন্য একটি ভালো বিকল্প নয়, এটি উজ্জ্বল ত্বকের জন্যও উপকারী। ঘরে তৈরি ফেসপ্যাক ত্বক সংক্রান্ত অনেক সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করে। এছাড়াও পেঁপের ফেসপ্যাক আপনার ত্বককে উজ্জ্বল করতে, ব্রণর চিকিৎসা করতে সাহায্য করে। এই ফেস প্যাক সান ট্যান দূর করতে সাহায্য করে। পেঁপের ঔষধিগুণ ত্বকের গভীর পুষ্টি জোগায়।

কীভাবে পেঁপের ফেসপ্যাক তৈরি করবেন?

প্রথমে পেঁপের পেস্ট তৈরি করুন। তারপর অলিভ অয়েল এবং কয়েক ফোঁটা লেবুর রস দিন। এতে এক চিমটি হলুদ মেশান। তারপর এই মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিন। এই ফেসপ্যাকটি আপনার ট্যানিং দূর করবে। ত্বক টানটান করতে পাঁচ ছটি পেঁপের টুকরোর সঙ্গে একটি কাঁচা ডিমের সাদা অংশ মেশান। এই মিশ্রণ ঘাড়ে এবং মুখে লাগান। পনেরো থেকে কুড়ি মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই ফেসপ্যাকটি ব্যবহার করতে পারেন। সপ্তাহে দুই থেকে তিন দিন পর পর পেঁপের ফেসপ্যাক লাগালে মুখ উজ্জ্বল দেখাবে।

এ জন্য পাকা পেঁপের পেষ্টে তিন চামচ মধু ও এক চামচ মুলতানি মাটি মিশিয়ে নিন। এই ফেসপ্যাকটি আপনার ঘাড়ে এবং মুখে লাগান। আলতোভাবে ম্যাসাজ করুন এবং পেস্টটি পনের কুড়ি মিনিটের জন্য রেখে দিন। পেস্ট শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। আপনার ঘরে কলা থাকলে পেঁপের পাল্পের সঙ্গে মিশিয়ে নিন। ভালো করে মাখুন এবং ফেটিয়ে নিন। তারপর এই মিশ্রণটি মুখে লাগান। পনেরো মিনিট পর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতেই আপনার ত্বকের যাবতীয় সমস্যা তো দূর হবেই, সেই সঙ্গে মুখ হয়ে উঠবে উজ্জ্বল ও আকর্ষণীয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version