Beauty Tips: মাসকারা দিয়ে মেকআপ দেওয়ার দিন শেষ আইল্যাশ কার্লার কী হয় জানেন ?

।। প্রথম কলকাতা ।।

 

Beauty Tips: চোখের পাতা কি একদম পাতলা? ফাঁকা ফাঁকা? মাসকারা দিয়ে মেকআপ দেওয়ার দিন শেষ। আইল্যাশ কার্লার কী হয় জানেন? টিভির অ্যাড এ চোখে পড়েছে নিশ্চই। হাতুড়ির মতো দেখতে বলে ভয় পাবেন না।  রূপটানশিল্পীরা বলছেন, দেখতে যতটা ভয়ের, যন্ত্রটি ততটা ভয়ের নয়। চোখের পাতা যদি সুন্দর, বড় বড় না হয় তা হলে মাস্কারা লাগিয়েও খুব একটা লাভ হবে না। যদি আপনার চোখে পুতুলের মতো সুন্দর পাতা না থাকে, সে ক্ষেত্রেও উপায় আছে।

 

কিন্তু প্রথম বার যাঁরা এই যন্ত্র ব্যবহার করবেন বলে ভাবছেন, তাঁদের কিছু বিষয় জেনে রাখা জরুরি। 

 

নিজের হাতে নিজের চোখের পলক কার্ল করতে গেলে সাধারণত আয়নার দিকেই চোখ আটকে থাকে। এই ভাবে যন্ত্র ব্যবহার করলে চোখের ক্ষতি হতে পারে। তার চেয়ে বরং নীচের দিকে তাকিয়ে কার্লার ব্যবহার করুন। এ বার সাঁড়াশির মতো কার্লারের মুখ খুলে প্রথমে উপরের চোখের পল্লব চেপে ধরুন। খেয়াল করবেন, যেন সব ক’টি পাতা ক্ল্যাম্পের মধ্যে সমান ভাবে থাকে। অপটু হাতে কার্লার ব্যবহার করলে চোখের পাতা চিমটে যাওয়ার প্রবণতা থাকে। সে বিষয়ে একটু সাবধান থাকলেই হল।

 

কার্লারের ক্ল্যাম্প দিয়ে চোখের পাতা চিমটে সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেই হবে না। ১০ থেকে ১৫ সেকেন্ড ধরে রাখতে হবে। কিন্তু একেবারেই টানাটানি করা যাবে না। এ বার দু’হাত দিয়ে হালকা করে ক্ল্যাম্প খুলে দেখতে হবে ঠিক মতো ‘কার্ল’ হয়েছে কি না। না হলে আরও এক বার একই ভাবে কার্লার ব্যবহার করতে পারেন। তবে, খুব সাবধানে। চোখের পল্লব দুর্বল হলে কিন্তু বিপদ ঘটতে পারে।

 

তবে মনে রাখবেন চোখের পাতায় মাস্কারা ব্যবহার করার আগেই আইল্যাশ কার্লার ব্যবহার করবেন। বছরের পর বছর ধরে একই যন্ত্র ব্যবহার করা যাবে না। অন্যের ব্যবহার করা যন্ত্র ব্যবহার করা থেকেও সাবধান।

 

প্রত্যেকের চোখের পলকের মাপ আলাদা। তাই পাতার মাপ বুঝে আইল্যাশ কার্লার কিনবেন। কেনার আগে দেখে নেবেন কার্লারের মুখে রবারের প্যাড আছে কি না। চোখের গভীরতা বাড়াতে কাজল, আইলাইনার কত কিছুই তো ব্যবহার করেন। চোখের পাতা ঘন দেখাতে, চোখের পাতায় মাস্কারাও লাগান। কিন্তু চোখের পাতা যদি সুন্দর, বড় বড় না হয়, তা হলে মাস্কারা লাগিয়েও খুব একটা লাভ হবে না।

https://fb.watch/sYYZbnkz4f/

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version