Amit Shah: মোদীর POK দখলের প্ল্যান রেডি! অমিত শাহ প্রকাশ্যে আনলেন বিগ স্ট্র্যাটেজি, পাকিস্তান কাঁপছে

।। প্রথম কলকাতা ।।

Amit Shah: POK ফেরানোর প্ল্যান রেডি করে ফেললেন মোদী। POK আমাদের! পাকিস্তানকে প্রকাশ্যে হুঙ্কার অমিত শাহ আইনি প্রক্রিয়া নাকি যুদ্ধ কীভাবে ফেরানো হবে পাক অধিকৃত কাশ্মীর? সংসদে দাঁড়িয়ে ব্লুপ্রিন্টের খোলসা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। অর্জুনের লক্ষ্যভেদের মতই পাক অধিকৃত কাশ্মীর একমাত্র টার্গেট মোদীর। পিওকে ভারতে ফিরিয়ে আনতে শেষপর্যন্ত যাবেন নরেন্দ্র মোদী সেটাই হাতেনাতে প্রমাণ হয়ে গেল আরও একবার, কিন্তু এত বছর আগের হওয়া কাশ্মীরের একটা ভুখন্ড ভারত পাকিস্তানের থেকে ফেরাবে কীভাবে? কী পরিকল্পনা রয়েছে দিল্লির এনিয়ে? ধোঁয়াশা কাটছে ধীরে ধীরে। শুধুই হুঙ্কার গর্জন আর ভোটের জন্য প্রচার নয় পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বড় পরিকল্পনা রেডি হয়ে গিয়েছে। সাংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে দিলেন পাক-অধিকৃত কাশ্মীর আমাদের আর এই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্য জম্মু কাশ্মীর বিধানসভায় ২৪ আসন সংরক্ষিত রাখা হয়েছে। প্রশ্ন উঠছে এর মানে কী?

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এর মানেটা খুব পরিস্কার, মোদী সরকার পুরোপুরি আত্মবিশ্বাসী যে পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের থেকে ছিনিয়ে আনবেই ভারত। আর সেজন্য আগে থেকে বিধানসভাও রেডি করে রাখা হচ্ছে। পাকিস্তান কি কোনওভাবে তা আটকাতে পারবে? এটা কি সম্ভব? আগে সবমিলিয়ে জম্মু ও কাশ্মীর বিধানসভায় ১০৭টি আসন ছিল। সেটা বেড়ে হচ্ছে এখন ১১৪। একটু ভেঙে বললে বিধানসভায় জম্মুর আসনসংখ্যা ৩৭ থেকে বেড়ে ৪৩ হচ্ছে। কাশ্মীরের আসন সংখ্যা ৪৬ থেকে হচ্ছে ৪৭। আর পাক অধিকৃত কাশ্মীরের জন্য ২৪টি আসন থাকছে। কূটনৈতিক মহল বলছে এমনিতেও তো পাক অধিকৃত কাশ্মীরের মানুষেরা পাক সেনাবাহিনী অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভারতের সঙ্গেই জুড়তে চাইছে।

একইসঙ্গে এদিন পিওকে নিয়ে কংগ্রেস ও নেহেরুর পদক্ষেপের নিন্দাও করেন শাহ। শাহের দাবি, পাক অধিকৃত কাশ্মীর আজও ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসাবেই থাকত। শুধু প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর দুটি ভুলের জন্য অধিকৃত কাশ্মীর আজ ভারতের সঙ্গে নেই। নেহেরুর প্রথম ভুল, আমাদের সেনা যখন যুদ্ধে জিতছিল তখন যুদ্ধবিরতি ঘোষণা করা এবং সেটাকে কার্যকর করা। আর তিনটে দিন পর যুদ্ধবিরতি হলেও আজ পাক অধিকৃত কাশ্মীর ভারতের সঙ্গে থাকত। নেহেরুর দ্বিতীয় ভুল, ভারতের অভ্যন্তরীণ ইস্যুকে রাষ্ট্রসংঘে নিয়ে যাওয়া। একইসঙ্গে অমিত শাহ বলেন ‘‘ওই দু’টি সিদ্ধান্তকে নেহরুপন্থার বিপর্যয় হিসেবে বলা হয় আমি তা সমর্থন করি আমি দায়িত্ব নিয়ে বলছি নেহরুর ওই ভুলগুলির কারণেই কাশ্মীরকে এত দীর্ঘ সময় ধরে ভুগতে হয়েছে’’।

নেহরুর নীতি নিয়ে প্রশ্ন তুলে আক্রমণ শানানোয় সংসদ থেকে ওয়াক আউট করেন কংগ্রেসের নেতারা। এখানেই শেষ নয় স্বরাষ্ট্রমন্ত্রী কাশ্মীরে সন্ত্রাসবাদী পরিস্থিতি নিয়ে পরিস্কার বলে দেন জম্মু কাশ্মীরে ২০২৬ পর্যন্ত নো টেরর প্ল্যান চালু হয়ে যাবে। এর মানে কাশ্মীরের থেকে খুঁজে খুঁজে সন্ত্রাসকে সাফ করবে মোদী সরকার। এবার দেখার ঠিক কীভাবে পিওকে দখলের প্ল্যান অ্যাকশনে পরিণত করে মোদী-শাহ জুটি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version