Lok Sabha Speaker Election: ফের লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা, বিরোধীদের গুরুত্ব দেওয়ার আর্জি সুদীপ বন্দোপাধ্যায়ের

।। প্রথম কলকাতা ।।

 

Lok Sabha Speaker Election: ১৯৭৬ সালের পরে ফের একবার স্পিকার নির্বাচন হল লোকসভায়। গত ৪৮ বছরে সংসদে প্রথা মেনে সর্বসম্মতিক্রমে শাসকগোষ্ঠীর মনোনীত প্রার্থীকেই স্পিকার বেছে নেওয়া হয়েছে। তবে ফের একবার লোকসভার স্পিকার নির্বাচনে বেনজির ঘটনার সাক্ষী থাকল দেশ। বিরোধী প্রার্থী কে সুরেশকে পরাজিত করে শাসকদলের মনোনীত প্রার্থী ওম বিড়লাই ফের স্পিকার নির্বাচিত হন। আজ ধ্বনিভোটেই স্পিকার নির্বাচিত হন ওম বিড়লা।

 

লোকসভার স্পিকার হিসেবে ওম বিড়লার নির্বাচিত হওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘স্বাধীনতার ৭০ বছরে যে কাজগুলো হয়নি, তা আপনার সভাপতিত্বে সম্ভব হয়েছে। গুরুগম্ভীর পরিস্থিতিতেও আপনার মিষ্টি হাসিতে সংসদ উল্লসিত হয়ে ওঠে।’

 

অন্যদিকে ওম বিড়লাকে শুভেচ্ছা জানিয়ে রাহুল গান্ধী বলেন, ‘আপনার সফল নির্বাচনের জন্য আপনাকে অভিনন্দন জানাতে চাই। আপনি দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন। এই সংসদ কক্ষ ভারতের জনগণের কণ্ঠস্বর। আর আপনি সেই কণ্ঠের বিচারক। সরকারের রাজনৈতিক ক্ষমতা আছে কিন্তু, বিরোধী দলও ভারতের জনগণের প্রতিনিধি। এবার গতবারের চেয়ে এবার বিরোধী দল বেশি শক্তিশালী। বিরোধীরা আপনার কাজে সাহায্য করবে। আমরাও সহযোগিতা প্রত্যাশা করব। বিরোধীদের কণ্ঠস্বরকে প্রতিনিধিত্ব করার অনুমতি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ।’

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version