SBI fixed deposit interest rate: এফডি তে বাড়লো সুদের হার, গ্রাহকদের লক্ষ্মী লাভের সুখবর শোনালো ব্যাংক

।। প্রথম কলকাতা ।।

 

SBI fixed deposit interest rate: লক্ষ্মীলাভ ফিক্সড ডিপোজিটে। SBI সহ একাধিক ব্যাঙ্কে বৃদ্ধি পেয়েছে সুদের হার। আসলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট অপরিবর্তিত ঘোষণা করতেই কপাল খুলে গেছে গ্রাহকদের‌। আরবিআই-র নয়া বিজ্ঞপ্তির পর দেশের একাধিক ব্যাঙ্কে তাদের FD-র উপর সুদের হার বৃদ্ধি করেছে। দিন কয়েক আগেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের অমৃত কলস স্কিমে সুদের হার বাড়িয়েছে। স্বাভাবিকভাবেই এতে লাভবান হবেন কোটি কোটি গ্রাহক।

 

ঘোষণা অনুযায়ী, ৪০০ দিন মেয়াদের অমৃত কলস স্কিমে গ্রাহকরা এখন পেয়ে যাবেন ৭.১০ শতাংশ হারে সুদ। যেখানে প্রবীণ নাগরিকদের এই স্কিমে ৭.৬০ শতাংশ সুদ দেওয়ার কথা বলছে এসবিআই। তবে এই স্কিমে কিন্তু সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন একজন গ্রাহক।

 

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই ঘোষণায় পরপরই নড়েচড়ে বসেছে বাকি ব্যাঙ্কগুলিও। এখন দেশের প্রায় সব ব্যাঙ্কই FD তে তাদের সুদের হার বৃদ্ধি করেছে। তাহলে কোন ব্যাঙ্ক কত শতাংশ সুদ বৃদ্ধি করল? কত হল নতুন সুদের হার? দেরি না করে ঝটপট জেনে নিন।

 

৪০০ দিনের জন্য PNB দিচ্ছে ৭.২৫%।

৪৪৪ দিনের জন্য কানাড়া ব্যাঙ্ক দিচ্ছে ৭.২৫%।

১৮ মাস থেকে ৩১ মাসের জন্য HDFC ব্যাঙ্ক দিচ্ছে ৭.২৫%।

১৫ মাস থেকে ২ বছরের জন্য ICICI ব্যাঙ্ক দিচ্ছে ৭.২০%।

২ থেকে ৩ বছরের উপরে BOB দিচ্ছে ৭.২৫%।

১৭ থেকে ১৮ মাসের জন্য AXIS Bank দিচ্ছে ৭.২০%।

এখন আপনিও যদি আপনার এবং আপনার পরিবারের কথা ভেবে সেভিংসের চিন্তাভাবনা করছেন তাহলে এটা কিন্তু আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ। তবে জানিয়ে দিই, সুদের হার কিন্তু সময়ে সময়ে পরিবর্তন হতে থাকে। তাই আর দেরি না করে ঝটপট নিকটস্থ ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করুন।

তথ্যসূত্র: Zee Business

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version