Himalayas: হিমালয় শুধু অফুরন্ত সৌন্দর্য্য নয়, না থাকলে এক একটা দেশ ধূ ধূ হয়ে যেত ! শুধুই রহস্য

।। প্রথম কলকাতা ।।

 

 

Himalayas: এশিয়ার সবচেয়ে বড় ও উচ্চতম পর্বত হচ্ছে হিমালয়। এই নামটা শুনলেই নিশ্চয় চোখের সামনে ভেসে উঠছে শ্বেতশুভ্র একটা পর্বতমালা। যার দিকে তাকালে হারিয়ে যেতে ইচ্ছে করে। নৈসর্গিক দৃশ্য যাকে বলে। প্রাকৃতিক সৌন্দর্যের এক অফুরন্ত ভাণ্ডার হচ্ছে আমাদের হিমালয়। যার খাঁজে খাঁজে লুকিয়ে রয়েছে বিস্ময়। হিমালয় মানেই এক অদ্ভুত রহস্যের হাতছানি। এককথায় বলা যায়, প্রকৃতি প্রেমিদের জন্য হিমালয় সাক্ষাৎ স্বর্গ। আর সেই কারণেই বোধহয় সারা বিশ্বের অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে অন্যতম সেরা আকর্ষণ হয়ে উঠেছে আমাদের হিমালয়।

 

তবে হিমালয় মানেই কিন্তু কেবল অফুরন্ত সৌন্দর্য নয়, বরং গোটা বিশ্বের জনজীবনেই রয়েছে হিমালয়ের গভীর প্রভাব। বিশেষ করে ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও চীনের মত দেশগুলি তৈরি হওয়ার পেছনে হিমালয়ের অবদান অনেকটাই‌। আজ যদি হিমালয় না থাকে তাহলে ভারত তো বটেই, সাথে গোটা বিশ্বের জলবায়ুতে আসবে বিরাট পরিবর্তন। আমূল বদলে যাবে আমাদের আবহাওয়া। জানেন কীভাবে?

 

মাথায় রাখবেন, ভারতের ৯০ শতাংশ বর্ষা কিন্তু হিমালয়ের কারণেই। মৌসুমী বায়ু হিমালয় পর্বতমালার দক্ষিণ ঢালে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। হিমালয় না থাকলে এই বৃষ্টিপাত কিন্তু হতনা। ফলে গোটা ভারতীয় উপমহাদেশ একেবারে মরুভূমিতে পরিণত হত। এছাড়াও সিন্ধু, গঙ্গা, কৃষ্ণা, ব্রহ্মপুত্রের মত বড় বড় নদীগুলির জন্ম কিন্তু এই হিমালয়ের গর্ভেই। আর এটা তো সকলেই জানেন যে, বিশ্বের সমস্ত সভ্যতা গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করেই‌। বাকি নদীর কথা আমি ছেড়েই দিলাম। যদি কেবল সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র না থাকে তাহলেও অচিরেই শেষ হয়ে যাবে পাকিস্তান, নেপাল, ভারত ও বাংলাদেশ। চারিদিকে দেখা যাবে ক্ষরা, দুর্ভিক্ষ। ভাবতে পারছেন বিষয়টা? তাই এটা বলাই যায় যে, হিমালয় না থাকলে দক্ষিণ এশিয়ার একটা বড় অংশই কিন্তু আর থাকতনা।

 

তবে মজার বিষয় জানেন, আজ যেখানে হিমালয় পর্বতমালা রয়েছে, ৭ কোটি বছর আগে সেই স্থানে ছিল ‘টেথিস’ নামে বিশাল এক সাগর। আজ থেকে কয়েক কোটি বছর আগে ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের উপর সজোরে ধাক্কা মারে। আর তাতেই দুই পাশের ভূমি ভাঁজ হয়ে সৃষ্টি হয় হিমালয়। মুছে যায় টেথিসের চিহ্ন‌‌। আর বদলে যায় গোটা পৃথিবীর জলবায়ু। বলা হয় এর আগে দুই মেরুতে বরফের কোনও অস্তিত্ব ছিলনা। হিমালয় মাথা তুলে দাঁড়ানোর পরই নাকি গোটা পৃথিবী ঠাণ্ডা হতে থাকে। কীভাবে এটা হল, সেটারও লম্বা ব্যাখা রয়েছে‌‌। সেটা না হয় অন্য কোনদিন শোনাবো আপনাদের ‌‌। তবে এটুকু নিশ্চয় বুঝতে পারছেন যে, হিমালয় না থাকলে গোটা বিশ্বের জলবায়ুতেই কিন্তু চলে আসবে আমূল পরিবর্তন। তাহলে এটা বলা কি ভুল হবে যে, হিমালয়ের কারণেই আজ পৃথিবী এত সুন্দর।

 

এখানে আরও একটা অবাক করা ঘটনা শুনবেন? দুই প্লেটের এই সংঘর্ষের ফলে হিমালয় কিন্তু আজও বাড়ছে‌। হ্যাঁ, প্রতি বছর প্রায় ২ সেমি করে বৃদ্ধি পাচ্ছে হিমালয়ের উচ্চতা‌। যে কারণে হিমালয়কে Growing Mountains ও বলা হয়ে থাকে।

 

* এই সংঘর্ষের ফলে নেপাল ও আশেপাশের দেশগুলিতে মাঝে মাঝেই ভূমিকম্প দেখা যায়। ভূ বিজ্ঞানীদের মতে আগামী দিনে এই অঞ্চলে বড়সড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা হতে পারে ৮ এরও বেশি।‌ অর্থাৎ এই একটা ভয় কিন্তু আমাদের জন্য রয়েছে।*

 

এ তো মাত্র গুটিকয়েক কথাই আজ আমরা বলতে পারলাম। হিমালয়ের কথা তো শুরু করলে শেষই হতে চায়না। এর ব্যাপ্তি, বিশালতা এতটাই যে সেটা বুঝে ওঠাই মুশকিল। সবমিলিয়ে এক অদ্ভুত বিচিত্র সাধনক্ষেত্র হিমালয়। আচ্ছা হিমালয়কে আপনার কেমন লাগে সেটা জানাতে ভুলবেন না। সেই সাথে জানাবেন আমাদের আজকের উপস্থাপনা কেমন লাগলো? আর হিমালয়কে নিয়ে আরও কিছু জানতে চাইলে কমেন্টে জানান আমাদের।

https://fb.watch/sJ9qtwyDcJ/

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version