Buying Banarasi Saree: বিয়ের বাজার শুরু ? বেনারসি কেনার আগে মাথায় রাখতে হবে যে বিষয়গুলি

।। প্রথম কলকাতা ।।

Buying Banarasi Saree: শীত পড়তে না পড়তেই বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। প্রত্যেক বছর এই সময়টা বিয়ের জন্য একেবারে আদর্শ সিজন হিসেবে বেছে নেওয়া হয়। তাই অনেকেই এখন বিয়ের প্রস্তুতি নিয়ে বেজায় ব্যস্ত। বিশেষ করে হবু কনেরা কী ধরনের বেনারসি শাড়ি পরবেন, কীভাবে সাজবেন, কেমন দামের বেনারসি ভালো হবে এইসব নিয়ে চিন্তিত। বিয়ের দিনে কেউ ঐতিহ্য ধরে রেখে সেই চিরাচরিত রীতি মেনে বেনারসিতে সাজতেই পছন্দ করেন। আবার অনেকে রয়েছেন যারা আধুনিকতার সঙ্গে পা মিলিয়ে বিয়ের জন্য বেছে নেন লেহেঙ্গা।

তবে বিয়ের মতো এই বিশেষ দিনটি প্রত্যেকের জীবনেই বারবার আসে না। তাই এই দিনটি আপনার দিন। যারা বেনারসিতে নিজেকে সাজিয়ে তুলতে চাইছেন বিয়ের রাতে তাদের জন্য আজকের প্রতিবেদনে রইল কিছু টিপস। বেনারসি কিনতে যাওয়ার আগে অবশ্যই এই বিষয়গুলি জেনে নিতে হবে। নইলেই ঠকে যাবার সম্ভাবনা কিন্তু প্রবল।

১) বর্তমানে বাজার ছেয়ে গিয়েছে নকল বেনারসি। সেগুলি দেখতে ঠিক আসল বেনারসের মতো। কিন্তু একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলেই বুঝতে পারবেন আসল বেনারসি এবং নকল বেনারসি মধ্যে দাম সহ আরও বহু পার্থক্য রয়েছে।

২) আসল বেনারসির সর্বনিম্ন মূল্য ৮-১০ হাজার টাকা। বেনারসির দাম এর থেকে অনেক বেশি হতে পারে কিন্তু এর থেকে কম দামে ভালো বেনারসি পাওয়া খানিকটা মুশকিল। এখন বাজারে ৩-৪ হাজার টাকাতেও বেনারসি মিলছে। তবে সেই গুলি কিন্তু নকল হওয়ার সম্ভাবনাই বেশি।

৩) শাড়িতে হাত দিয়েই বেনারসির মান বুঝতে পারা যায়। কারণ বেনারসি শাড়িতে যে জরির কাজ থাকবে তাতে ম্যাট ফিনিশ হয়। কম দামের শাড়ি গুলিতে অনেক সময় ম্যাট ফিনিশ পাওয়া যায় না। এছাড়াও অতিরিক্ত চকচকে হয়।

৪) আসল বেনারসির দুপাশে ঘন সুতো দিয়ে কাজ করা থাকে। কিন্তু নকল বেনারসির সোজা দিকে সুন্দর নকশা থাকলেও উল্টো পিঠ খসখসে হতে পারে।

৫) বেনারসি যে রঙেরই হোক না কেন তার উপরে কাজ কিন্তু শুধুমাত্র রুপালি আর সোনালি রঙের জরি দিয়েই করা হয়।

৬) বিয়ের জন্য বেনারসি শাড়ি কিনতে গেলে সর্বপ্রথম যেটা মাথায় রাখতে হবে তা হল আপনার বিয়ের বাজেট কত এবং সেখান থেকে বেনারসি জন্য কত টাকা খরচ করতে পারবেন। সেই মতো নিজের পছন্দের রঙ- নকশা বেছে নিয়ে বেনারসি কিনতে পারেন।

* কোন বেনারসিতে কেমন মানাবে ?

শুধুমাত্র শাড়ি নয়, যে কোন পোশাক আমাদের শরীরের ধরনসহ গায়ের রঙ বুঝে তবে কিনতে হয়। শাড়ি কেনার ক্ষেত্রেও বিষয়টি মাথায় রাখবেন । যারা একটু শ্যাম বর্ণ তাঁরা নিজেদের বিয়ের বেনারসি হিসেবে মেরুন, ব্রিক রেড বা মেটালিক শেড এর মত একটু ডিপ রঙের শাড়ি বেছে নেবেন। যাদের গায়ের রঙ উজ্জ্বল ফর্সা তাদের জন্য লাল, হলুদ কিংবা নীল রংয়ের বেনারসি মানানসই লাগবে। এছাড়াও যাদের গায়ের রঙ ঈষৎ ফ্যাকাসে তাঁরা গোলাপি, হালকা হলুদ, পিচ শেডের বেনারসি পছন্দ করতে পারেন।

আগে বেনারসির রঙ লালের বিভিন্ন শেডে বেশি প্রচলিত ছিল। তবে এখন বেনারসি দোকানগুলিতে বিভিন্ন রঙের বেনারসি দেখতে পাওয়া যায়। এমনকি কালো বেনারসিও দেখা যায়। তবে বিয়ের জন্য হিন্দু শাস্ত্রমতে কালো রঙকে একেবারেই প্রাধান্য দেওয়া হয় না। তাই বিয়ের জন্য লাল বেনারসি সব সময় পছন্দ তালিকার শীর্ষে । তবে অবশ্যই হবু কনে নিজের পছন্দমত রঙের বেনারসি পরতেই পারেন বিয়ে কিংবা রিসেপশনের রাতে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version