Vastu Tips : সর্বদা বজায় থাকবে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি, এই গাছগুলি বাড়িতে রেখেছেন তো?

।। প্রথম কলকাতা ।।

Vastu Tips : প্রতিটি গৃহস্থ বাড়িতেই ধন সম্পদের দেবী মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য সারা বছর ধরে কোনো না কোনো আচার নিয়ম পুজো চলতেই থাকে। অবশ্য সকলেই চান যাতে দেবে লক্ষ্মীর আশীর্বাদে পরিপূর্ণ হয়ে উঠুক তাদের পরিবার। প্রতিটি মানুষের মনে অন্তত একবারের জন্যও এই ভাবনার উদয় হয়েছে যে, দেবী লক্ষ্মী যেন তাদের বাড়িতে স্থায়ীভাবে বসবাস করেন। যার কারণে প্রতি বৃহস্পতিবার বিশেষভাবে লক্ষ্মী দেবীর পুজো করা হয়। এছাড়াও সারা বছর ধরে কোজাগরী লক্ষ্মী পুজো সহ আরও বিভিন্ন দিনে লক্ষ্মী পুজো করে থাকেন ভক্তবৃন্দ।

তবে শাস্ত্র বলছে বেশ কিছু বিষয় মাথায় রাখলে ধনদেবী তুষ্ট হন ভক্তের উপর। দেবীর কৃপা দৃষ্টি সর্বদা বজায় থাকে তাদের উপর। বাস্তুশাস্ত্র অনুযায়ী, আপনার বাড়িতে যদি কয়েকটি বিশেষ গাছ থাকে তবে দেবী লক্ষ্মীর আশীর্বাদে আর্থিক স্বচ্ছলতা লাভ করতে পারবেন আপনিও। কোন কোন গাছ বাড়িতে থাকলে আকৃষ্ট হন মা লক্ষ্মী ? জেনে নিন বাড়িতে কোন কোন গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে।

* শিউলি গাছ : শিউলি ফুলের যে মনমোহক সুগন্ধটি রয়েছে তাতে যে কোন মানুষের মন ভালো হয়ে যেতে বাধ্য। এই সুগন্ধ কিন্তু শুধু সাধারণ মানুষ নয়, মা লক্ষ্মীরও ভীষণ পছন্দের। তাই বাস্তুশাস্ত্র অনুযায়ী যেই বাড়িতে শিউলি গাছ রয়েছে সেই বাড়িতে বসবাস করেন মা লক্ষ্মী। এছাড়াও শিউলি ফুলের গাছ বাড়িতে থাকলে ইতিবাচক শক্তির আগমন বাড়ে বাড়িতে। পরিবারে সর্বদা বজায় থাকে শান্তির পরিবেশ।

শিউলি গাছ বাড়ির যে কোন জায়গায় যে কোন দিন লাগালে হিতে বিপরীত হতে পারে । তাই বাস্তুশাস্ত্র মতে শুধুমাত্র সোমবার এবং বৃহস্পতিবার বাড়িতে শিউলি গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে নিজের ইচ্ছেমতো বাড়ির যেখানে সেখানে এই গাছ আপনি লাগাতে পারবেন না। শিউলি গাছ লাগানোর জন্য বাড়ির উত্তর বা পূর্ব দিকের কোন জায়গা বেছে নিন । এতে সুফল মিলবে , এমনটাই পরামর্শ দিচ্ছে বাস্তুশাস্ত্র।

* ক্রাসুলা গাছ : অনেকের বাড়িতেই রয়েছে জেড ট্রি বা লাকি ট্রি। এই গাছটিকে ক্রাশুলা গাছ বলা হয়ে থাকে। অধিকাংশ মানুষই হয়তো জানবেন না যে বাড়িতে ক্রাসুলা গাছ শুধুমাত্র ঘর সাজানোর জন্য নয়, অর্থাভাব দূর করতেও ভীষণভাবে উপযোগী। বাস্তুশাস্ত্র অনুসারে, এই গাছ যদি আপনার বাড়িতে থাকে তবে অর্থ লাভের পথ সুগম হয়। ইতিবাচক শক্তি প্রভাব বিস্তার করবে আপনার বাড়িতে। প্রসন্ন থাকবে বাড়ির সদস্যদের মন।

* লক্ষ্মণা গাছ : বাস্তুশাস্ত্রে লক্ষ্মী দেবীর পছন্দের গাছ হিসেবে লক্ষ্মণা গাছের উল্লেখ রয়েছে। এই গাছটির পাতা গুলি দেখতে অনেকটা পান পাতা কিংবা অশ্বত্থ পাতার মতো হয়। বাস্তুশাস্ত্রমতে যেই বাড়িতে লক্ষ্মণা গাছ থাকে সেই বাড়িতে বসত করেন লক্ষ্মী। তাঁর আশীর্বাদ সবসময় বজায় থাকে পরিবারের সদস্যদের উপরে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version