Vastu Tips : গলায় বা হাতে ঝুলিয়েছেন দেব-দেবীর লকেট-রুদ্রাক্ষ ? বাস্তু অনুসারে এর প্রভাব জানুন

।। প্রথম কলকাতা ।।

Vastu Tips : এমন অনেকেই রয়েছেন যারা কোন কারণ ছাড়াই হাতে কিংবা গলায় দেব-দেবীর লকেট পরে থাকেন। রুদ্রাক্ষের মালাও অনেকে ফ্যাশনের (Fashion) জন্য গলায় ধারন করে থাকেন। কিন্তু এই গুলি করা কি আদৌ ঠিক ? এর কি কোন ইতিবাচক কিংবা নেতিবাচক প্রভাব মানুষের জীবনে পড়তে পারে ? বাস্তুশাস্ত্র এর উত্তর জানিয়েছে। বাস্তু অনুসারে, একজন মানুষ যে যে কর্ম গুলি করেন সেই গুলির ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব তার জীবনে অবশ্যই পড়ে। অনেকেই দেব-দেবীর লকেট (Locket Of God) কিংবা রুদ্রাক্ষের (Rudraksha) মালা পরাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখেন না। হাল ফ্যাশন কিংবা পছন্দের উপর ভিত্তি করে এগুলি পরে নেন।

তবে এমনটা করা একেবারেই উচিত নয়, বলছে বাস্তুশাস্ত্র। এতে একটু উনিশ-বিশ হলে সমস্যা দেখা দিতে পারে ব্যক্তিগত জীবনে। এছাড়াও সংসারে নেমে আসতে পারে দুর্যোগ । তাই দেব দেবীর লকেট হাতে কিংবা গলায় পরিধান করার আগে অবশ্যই এই বিষয়গুলি সম্পর্কে জেনে নিন।

* কেন কোন দেবতার লকেট পরা উচিত নয় ?

যেকোনো দেবদেবী মানেই আমাদের কাছে পূজ্য। তাদেরকে শুদ্ধবস্ত্রে শুদ্ধ মনে আরাধনা করা হয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, আমরা যখন কোন দেব-দেবী কিংবা তাদের নকশা করা লকেট গলায় বা হাতে পরিধান করি সেটা আমাদের উপরেই নেতিবাচক শক্তির আধিপত্য বাড়াতে পারে। কারণ সব সময় কোন মানুষের পক্ষে একেবারে পরিষ্কার জামা কাপড়ে পরিষ্কার ভাবে থাকা সম্ভব নয়। দিনের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করতে হয় আমাদের। কাজেই সেই লকেটে সেই সময় ময়লা লাগতে পারে। এছাড়াও কোন বজ্র পদার্থ ধরার পর একেবারেই অন্যমনস্কভাবে অনেকে নিজের লকেট ধরতে পারেন। যা ঈশ্বর অবমাননা সমান। এতে ঈশ্বর যেমন রুষ্ট হতে পারেন সেই ব্যক্তির উপরে তেমনি তার জীবনে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পেতে পারে । তাই যে কোন ধরনের দেবদেবীর লকেট না পরাই ভালো।

* ফ্যাশনের জন্য রুদ্রাক্ষের মালা নয়

রুদ্রাক্ষের একটি বীজে ১ থেকে ২১ টি পর্যন্ত মুখ থাকতে পারে। আর এইগুলি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে। তাই শুধুমাত্র দোকান থেকে যেকোনো রুদ্রাক্ষের মালা কিংবা একটি রুদ্রাক্ষ কিনে নিয়ে সেটি শরীরে ধারণ করা একেবারেই অনুচিত। সঠিক রুদ্রাক্ষ ধারণ করলে যেমন জীবন মসৃণ হতে পারে ঠিক তেমন ভুল রুদ্রাক্ষ ধারণ করলে একজন ব্যক্তির জীবনে সমস্যার কালো ছায়া নেমে আসতে পারে। তাই রুদ্রাক্ষের মালা ধারণ কিংবা যেকোনো একটি রুদ্রাক্ষ ধারণ করার আগে অবশ্যই জ্যোতিষবিদদের (Astrologer) কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত।

যদি দেব দেবীর কোন লকেট পরতেই হয়, তবে নির্দিষ্ট কয়েকটি ধাতুর লকেট পরা শুভ বলে মনে করা হয়। আর সেই তালিকায় রয়েছে রূপো ও পিতল এবং তামার নাম
কোন ধাতু সম্পর্কে বিস্তারিত না জেনে সেটা পরিধান করা উচিত নয়। সব থেকে ভালো হয় অন্ততপক্ষে সাজসজ্জার জন্য দেব দেবীর লকেট কিংবা রুদ্রাক্ষ না পরা। এটি আপনার জীবনের সমস্যা বাড়ানোর বদলে কমাবে না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version