Skin Peels Off: শীতে উঠছে হাতে-পায়ের চামড়া ? আর্দ্রতার অভাব নাকি অসুখের লক্ষণ

।। প্রথম কলকাতা ।।

Skin Peels Off: গরমকালে সেইভাবে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার মত সমস্যা দেখতে পাওয়া যায় না । কিন্তু শীতকালের একটি বড় সমস্যা হল ত্বক শুষ্ক হয়ে যাওয়া। মুখের ত্বক থেকে শুরু করে হাত এবং পায়ের ত্বকে এই শুষ্কতা (Dryness) লক্ষ্য করা যায়। শীতে বাতাসে যেহেতু আর্দ্রতার পরিমাণ খুবই কম থাকে এই কারণে ঠোঁট ফেটে যাওয়া, চামড়ায় টান ধরার মতো সমস্যাগুলি দেখতে পাওয়া যায়। অনেকের আবার এই শীতকালে (Winter) হাত পায়ের চামড়া উঠতে দেখা যায়। যার কারণে বাইরে বেরোলে অপ্রস্তুত পরিস্থিতির মধ্যে পড়তে হয়। খাওয়া-দাওয়া করতেও বেশ খানিকটা অসুবিধা হয়।

এক্ষেত্রে প্রশ্ন ওঠা স্বাভাবিক শুধুমাত্র শীতের শুষ্কতার কারনেই এই হাতে পায়ের চামড়া উঠছে (Skin Peel Off) নাকি এর পেছনে কোন রোগের ইঙ্গিত রয়েছে । আসলে হাতে পায়ের চামড়া ওঠা শীতকালের একটি স্বাভাবিক বিষয়। অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়ার ফলে এই ধরনের সমস্যাটি দেখা যায়। তবে এই সমস্যা যদি বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। নচেৎ যত সময় যাবে ততই আরও বড় আকার ধারণ করবে এই সমস্যা। কিন্তু প্রাথমিক পর্যায়ে ঘরোয়া কিছু টোটকায় আপনি হাতে পায়ের চামড়া উঠার সমস্যা থেকে মুক্ত হতে পারেন। চলুন জানা যাক কী করলে সহজে মিলবে রেহাই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version