Hair Serum : তেল-শ্যাম্পুর বদলে নতুন প্রজন্ম মজেছে সিরামে, চুলের যত্নে এর ভূমিকা ঠিক কী ?

।। প্রথম কলকাতা ।।

Hair Serum : বর্তমানে কাজের চাপ যতটা বৃদ্ধি পেয়েছে ততই মানুষের হাতে সময় কমে এসেছে। নিজের যত্ন নেওয়ার মতো পর্যাপ্ত সময় কার হাতেই বা রয়েছে ? অফিসের কাজ, বাড়ির কাজ এমনকি বাড়িতে এসেও অফিসের কাজ। এই ভাবেই তো চলছে। তবে তার মধ্যেও যতটুকু পারা যায় নিজের যত্ন তো নিতেই হবে। মহিলাদের ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায় চুলের যত্ন (Hair Care) নেওয়ার বিষয়টি। ছেলেদের তুলনায় লম্বা চুলের অধিকারী মহিলারা, যারা কাজের জন্য প্রতিদিন বাইরে বের হন তাদের ধৈর্য্য ধরে চুলের পরিচর্যা করার সময় নেই। এই কারণে বর্তমানে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে সিরাম (Serum)।

এক সময় চুলের যত্ন মানেই সবার আগে নাম উঠে আসতো তেল শ্যাম্পু কন্ডিশনারের। কিন্তু সেই সব এখন প্রায় অতীত হয়ে গিয়েছে। সকলের কাছেই রয়েছে তাদের মন পছন্দের সিরাম। কিন্তু কেন হঠাৎ এত জনপ্রিয়তা বৃদ্ধি পেলেও এই সিরামের ? এতেও তো অল্পবিস্তর রাসায়নিক পদার্থের উপস্থিতি রয়েছে। তবে কী এমন উপকার মেলে এই সিরাম থেকে ? মূলত বলা হয়, মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক কিংবা অতিরিক্ত তেলতেলে হয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি দেয় সিরাম। যাদের খুশকির (Dandruff) সমস্যা এবং চুল পড়ে যাওয়ার (Hair Fall) মত সমস্যা রয়েছে তাঁরাও নিজেদের পছন্দমত সিরাম ব্যবহার করতে পারেন।

কীভাবে কাজ করে এই সিরাম ?

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version