Special Skin Care: প্রেম দিবসে ত্বকে চাই গোলাপের মতো আভা ! এই ভাবে নিজের যত্ন নিন

।। প্রথম কলকাতা ।।

Special Skin Care: এবছরের প্রেমের সপ্তাহ শুরু হয়ে গিয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি পালন করা হবে ভ্যালেন্টাইনস ডে (Valentine’s Day)। সেই দিনটি অবশ্য ভালোবাসার মানুষ বা প্রিয় মানুষের জন্য উদযাপন করা হয়। তাদের জন্য স্পেশাল কিছু উপহার থেকে শুরু করে আকর্ষণীয় কিছু আয়োজন প্ল্যান করে থাকেন কমবেশি সকলেই। তাই ওই দিনটিতে প্রত্যেকটি মেয়ে নিজেকে আরও খানিকটা সুন্দর করে তুলতে চান। সেই প্রস্তুতি একদিনে সম্ভব নয়। মেকআপ অবশ্যই সাহায্য করতে পারে কিন্তু বর্তমানের বিউটি ট্রেন্ড বলছে যত কম মেকআপ ততই ফ্ললেস লুক।

তাহলে উপায় কী ? এখন থেকেই যদি নিজের যত্ন (Self Care) নেওয়া শুরু করেন তাহলে আগামী ১৪ তারিখ পর্যন্ত ফলাফল হাতেনাতেই দেখতে পাবেন। সে ক্ষেত্রে বাজার চলতি দামি ব্র্যান্ডের কসমেটিকসের প্রয়োজন নেই। আপনার বাড়িতেই রয়েছে চুল থেকে শুরু করে ত্বকের চর্চার একাধিক উপকরণ। শুধু কোনটা কীভাবে কখন ব্যবহার করতে হবে তা জানলেই চলবে। চলুন জানা যাক কীভাবে ঘরোয়া উপকরণের মাধ্যমে গোলাপের মতো ফুটফুটে ত্বক পেতে পারেন আপনি । আর এক গোছা ঘন কালো চুল অবশ্যই উপরি পাওনা।

প্রথমেই বলে রাখা ভালো ত্বক ও চুলকে গোড়া থেকে পুষ্টি দিতে গেলে শুধুমাত্র বাইরে থেকে বিভিন্ন টোটকা কাজে লাগালে চলবে না। পান করতে হবে প্রচুর পরিমাণে জল আর টাটকা শাকসবজি। স্বাস্থ্য যদি ভেতর থেকে ভালো থাকে তাহলে তার প্রতিফলন দেখতে পাওয়া যায়। ত্বকে (Skin Care) মেকআপ না করলেও একটা ন্যাচারাল গ্লো থাকে মুখে। চুলের জন্য নিত্য নতুন স্টাইলের কাটিং এর কোন প্রয়োজন নেই। তার বদলে ভালো করে নারকেল তেল অথবা বাদাম তেল দিয়ে মাথায় মালিশ করুন। আর তৈরি করে নিন একটা হেয়ার প্যাক (Hair Care)। তার জন্য প্রয়োজন দই, ডিম, কলা এবং অল্প একটু মধু। এতে চুল হবে রেশমের মতো কোমল এবং চকচকে।

চুল ত্বকের যত্ন হল কিন্তু ঠোঁটের যত্ন (Lips Care) ভুললে কি চলে ? তাই নিজের ঠোঁটকে একেবারে নরম করে তোলার জন্য একটা স্ক্রাব ব্যবহার করতে পারেন। এর জন্য এক চামচ মধু, নারকেল তেল আর একটু ব্রাউন সুগার নিলেই কাজ মিটে যাবে। সপ্তাহে যদি চার দিন এই স্ক্রাবটি ব্যবহার করতে পারেন তাহলে পরিবর্তন চোখে পড়বে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version