দারুন জনপ্রিয় হচ্ছে হাইড্রাফেসিয়াল, কি কি উপকারিতা পাবেন জেনে নিন

।। প্রথম কলকাতা ।।

বিউটি ট্রেন্ডের নতুন একটি সংযোজন হাইড্রা ফেসিয়াল। এই ফেসিয়াল কিভাবে করা হয় কোন স্কিনের জন্য পারফেক্টফে সিয়াল করলে কি হয় সেগুলো আমরা অনেকেই জানিনা। নতুনত্ব আনতে এবং কার্যকারিতা বৃদ্ধি করতে ফেসিয়ালে যুক্ত হচ্ছে বিভিন্ন আধুনিকতা। তেমনি একধরনের ফেসিয়ালের নাম হাইড্রাফেসিয়াল। হঠাৎই জনপ্রিয় হয়ে ওঠা রূপচর্চার এই পদ্ধতি সব ধরনের ত্বকে উপকার বয়ে আনবে কি? কেন, কখন এবং কীভাবে করা হয় হাইড্রাফেসিয়াল?

চলুন তাহলে জেনে নিই এই ফেসিয়াল স্টেপগুলো কিভাবে করতে হয়

জানিয়ে রাখি এই ফেসিয়াল আর অন্যান্য ফেসিয়াল এর মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। প্রোডাক্ট, প্রসেস অনেকটাই কিন্তু আলাদা। ত্বককে কিভাবে ভেতর থেকে ক্লিন করা যায় সেদিকে ফোকাস করা হয় এই ফেসিয়ালে। দক্ষ হাত ও আধুনিক যন্ত্রের মিশ্রণে করা হয় হাইড্রাফেসিয়াল। এই ফেসিয়ালে ভরটেক্স প্রযুক্তির যন্ত্র হাইড্রা মেশিন ব্যবহার করা হয়। ভ্যাকিউম ক্লিনারের মতো এটি কাজ করে। ঘণ্টায় এটি ১০০ কিলোমিটারের বেশি বাতাস প্রবাহ করতে পারে। এটি ত্বকের ময়লা ভ্যাকিউম ক্লিনারের মতো টেনে ফেলতে সক্ষম। হাতের ব্যবহার থাকলেও ফেসিয়ালের মূল কাজ হাইড্রা মেশিনই করে। ত্বকের ওপর লোমকূপের ভেতর থেকে ময়লা শুষে নিতে সক্ষম এই মেশিন।

৯ থেকে ১০ ধাপে সম্পন্ন হয় এই ফেসিয়াল। ডাবল ক্লিনজিং, অয়েল ক্লিনজিং,ফোম ক্লিনজিং, স্টিমিং, একসফলিয়েশন, টোনিং, অ্যাসেন্স অ্যাপ্লাই,শীট মাস্ক অ্যাপলাই, সবশেষে ত্বকের ধরন অনুযায়ী হাইড্রেটিং ময়েশ্চারাইজার এপ্লাই করা হয়। যে ধরনের ত্বকের জন্য উপকারী, অতিরিক্ত তৈলাক্ত ত্বক, যা সহজে ময়লা হয় এবং ব্রণ আছে—এমন ত্বকের জন্য হাইড্রাফেসিয়াল বেশ কার্যকার। হাইড্রাফেসিয়ালের উপকারিতা ব্রণের প্রবণতা কমাতে এই ফেসিয়ালের জুড়ি নেই। পিয়া জামান বলেন, ব্রণ ছাড়াও মুখের ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডসও কমাতে পারে হাইড্রাফেসিয়াল। এটি মূলত ত্বককে হাইড্রেট করে। অর্থাৎ, শুষ্ক ভাব দূর করে ত্বকে প্রাণ ফিরিয়ে দেয়।

আপনি হয়তো ভাবছেন কতক্ষণ সময় লাগতে পারে। অন্যান্য ফেসিয়াল আধা ঘণ্টা, এক ঘণ্টায় করা গেলেও হাইড্রাফেসিয়াল করতে সময় লাগে দেড় ঘণ্টা। হাইড্রাফেসিয়ালের তেমন কোনো ক্ষতিকর দিক নেই। যেকোনো ত্বকেই এই ফেসিয়াল করা যাবে। তবে যে ত্বকে যেমন ফেসিয়াল প্রয়োজন, তা বুঝে ফেসিয়াল করালে কাঙ্ক্ষিত উপকার পাওয়া সম্ভব।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version