Hair care: গরম না কি ঠান্ডা, শীতকালে কোন জলে শ্যাম্পু করবেন?

।। প্রথম কলকাতা ।।

Hair care: শীতকালে চুলের যত্ন নেওয়ার নির্দিষ্ট কিছু নিয়ম আছে। সেই নিয়ম মেনে চুলের যত্ন নিলে কোনও সমস্যা তৈরি হয় না। শীতে ঠান্ডা জলে স্নান করতে কষ্ট হয়, ঠান্ডা লেগে যায়। তাই আমরা বেশিরভাগ সময় গরম জলে স্নান করি। কিন্তু গরম জলে চুল ধোয়া কি ভালো? এতে চুলের ক্ষতি হয় না?

গরম জলের কারণে আপনার চুল (Hair) দুর্বল হতে পারে। ফলে সহজেই চুল পড়তে পারে। এমনকি মাঝখান থেকে চুল ভেঙে যেতে পারে। অতিরিক্ত গরম জল আপনার চুলের প্রাকৃতিক আর্দ্রতা টেনে নিতে পারে। আবার কনকনে ঠান্ডা জল আপনার চুলের ক্ষতি করতে পারে। তাই সব সময় জলের তাপমাত্রা বুঝে তা মাথায় দেওয়া উচিত।

চুলের ওপরের অংশে থাকে কিউটিকল। যা মৃত কোষ (Cell) দিয়ে তৈরি হয়। কিন্তু তা আপনার চুলকে সুরক্ষা দেয়। যখন আপনি গরম জল মাথায় দেন এই কিউটিকল ওপেন হয়ে যায়। ফলে সহজেই চুলে নোংরা অতিরিক্ত তেল বেরিয়ে আসে।আবার এটির খারাপ দিকও রয়েছে। তা আপনার চুলকে ফ্রিজি করে তোলে।

শীতকালে প্রতিদিন শ্যাম্পু (Shampoo)করা ঠিক নয়। তবে যেদিন করবেন সেদিন ঠান্ডা ও গরম জল মিশিয়ে স্নান করলে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। এতে পিএইচ এর মাত্রা কিছুটা হলেও ঠিক থাকে। এই শীতকালে শ্যাম্পু করলে সব সময় ঠান্ডা এবং গরম জল মিশিয়ে করুন।

গরম জলে ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের মতো খনিজ উপাদান থাকে যা মাথার ত্বক এবং চুলে জমাট বেঁধে থেকে ক্ষতি করে। আবার ঠান্ডা জলে স্নান করল মাথার ত্বকের ছিদ্র মুখগুলি বন্ধ হয়ে যায়। যার ফলে নোংরা জমে নানান রকম ব্যাকটেরিয়ার জন্ম দেয়। তাই শুধু গরম বা ঠান্ডা জলে স্নান না করে বরং দুটো মিশিয়ে করুন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version