Frizzy Hair Problem: আর্দ্রতার অভাবে শীতে চুলের দফারফা ? মুশকিল আসান করবে এই হেয়ার সিরাম

।। প্রথম কলকাতা।।

Frizzy Hair Problem: শীতকাল আসতে না আসতেই শুষ্ক আবহাওয়া আমাদের ত্বক আর চুলকে ক্রমশ প্রাণহীন করে তোলে। দেখতেও বড্ড নিস্তেজ লাগে। আর শীতকালে চুল নিয়ে একটা বড় সমস্যা হল সেটি কিছুতেই ঠিকঠাক থাকে না। সোজা ভাষায় বলতে গেলে শীতকালে ফ্রিজি চুলের (Frizzy Hair) সমস্যা অনেক বেশি বৃদ্ধি পায়। চুল শুষ্ক হয়ে যাওয়ার কারণে খুব তাড়াতাড়ি জট বেঁধে যায় । রুক্ষ ভাব দেখা যায় ত্বকে। যেমন শীতকালে ত্বককে হাইড্রেটেড (Hydrated) রাখার প্রয়োজন রয়েছে তেমনি শুষ্ক আবহাওয়ায় চুলকেও হাইড্রেটেড রাখার যথেষ্ট প্রয়োজন রয়েছে।

গরমকালে যেমন চুলে শ্যাম্পু করা, তেল দেওয়ার কাজ গুলি করে থাকেন শীতকালেও ঠিক তেমনটাই করেন। কিন্তু তারপরও উড়ো চুলকে বশ মানানো কিছুতেই সম্ভব হচ্ছে না? রেশমের মত মসৃণ চুল শীতকালে যেন একেবারেই স্বপ্ন। কিন্তু এর কিছু ঘরোয়া প্রতিকার (Home Remedies) রয়েছে। যার সাহায্যে আপনি আপনার চুলকে মোলায়েম করে তুলতে পারেন। বাজার চলতি হেয়ার সিরামের বদলে বাড়ির উপকরণ দিয়ে তৈরি হেয়ার সিরাম (Hair Serum) এক্ষেত্রে অনেক বেশি সাহায্য করবে। এছাড়াও এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া হবে না আপনার চুলে কিংবা স্ক্যাল্পে।

কোন হেয়ার সিরাম গুলি তৈরি করতে পারবেন বাড়িতেই ?

চুলকে ভালো রাখতে গেলে তাকে সঠিক ভাবে যত্ন করতে হবে। চুলের যত্নে বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করুন। যেমন সপ্তাহে অন্ততপক্ষে দুদিন চুলে হট অয়েল ম্যাসাজ (Hot Oil Massage) করুন। ঘন ঘন শ্যাম্পু (Shampoo) করবেন না। ডিপ কন্ডিশনিং মাস্ক লাগান চুলে। চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ারের বদলে প্রাকৃতিক উপায়কে বেছে নিন। খোলা হাওয়ায় কিংবা রোদে দাঁড়িয়ে চুল শুকিয়ে নিন। বাইরে ধুলোবালির মধ্যে বেরোনোর সময় চুলটিকে স্কাফ দিয়ে ঢেকে বেরোন। খোলা রাখার বদলে চুল বেঁধে রারুন বাইরে গেলে। এই কাজগুলি যদি নিয়ম মেনে করতে পারেন তাহলে শীতের দিনেও ঝলমলে রেশমের মতো চুল উপহার পাবেন আপনি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version