Vastu Tips For Rental House: ভাড়া বাড়িতে থাকতে চলেছেন? বাস্তু নিয়মের দিকে অবশ্যই নজর রাখবেন

।। প্রথম কলকাতা ।।

Vastu Tips For Rental House: নিজের একটা বাড়ির স্বপ্ন সকলেই দেখে থাকেন। কিন্তু সেই স্বপ্ন কারও পূরণ হতে বেশ কিছুটা সময় লেগে যায়। তাই তখন একমাত্র উপায় হল ভাড়া বাড়ি। এমনও দেখা যায়, কাজের সূত্রে নিজের বাড়ি ছেড়ে অন্য শহরে অন্য রাজ্যে বসবাস করতে হচ্ছে। সে ক্ষেত্রেও চোখ বন্ধ করে আস্থা রাখতে হয় ভাড়াবাড়ির উপরেই। নিজের বাড়ি তৈরি করার সময় যেমন প্রত্যেকটি কোণার সাজসজ্জা বাস্তুশাস্ত্র (Vastu Shastra) মেনে করে থাকেন, তেমনি ভাড়া বাড়ির (Rental House) ক্ষেত্রেও কয়েকটি বিষয় মাথায় রাখা কিন্তু খুব জরুরী।

কারণ সেই বাড়িটিতে আপনি কয়েক দিন বসবাস করলেও সেটা আপনারই সংসার। কাজেই ওই ভাড়া বাড়িতে যদি কোন রকম বাস্তু দোষ থাকে তাহলে আপনার জীবনে টাকা পয়সা সংক্রান্ত সমস্যা সৃষ্টি হতে পারে। কর্মজীবন এবং পারিবারিক জীবন তলানিতে এসে ঠেকতে পারে। আর এইসব ঘটলে মানসিক শান্তি (Mental Peace) বজায় থাকা কখনও সম্ভব নয়। এই কারণে বাড়ি ভাড়া নেওয়ার আগে অবশ্যই কিছু বাস্তু সংক্রান্ত বিষয় মাথায় রাখবেন। আজকের প্রতিবেদনে সেই সংক্রান্ত কিছু বাস্তু টিপস (Vastu Tips) রইল।

* বাড়ির মূল দরজা : আপনি যেই বাড়ি ভাড়া নিন না কেন তার সদর দরজার অবস্থানে অবশ্যই দেখে নিতে হবে। যদি দেখেন ওই বাড়ির সদর দরজা উত্তর-পূর্ব দিকে কিংবা উত্তর পশ্চিম দিকে রয়েছে তাহলে নির্দ্বিধায় বাড়িটি ভাড়া নিয়ে নিতে পারেন। কারণ উত্তর-পূর্ব দিকে সদর তরজা থাকা খুব শুভ বলে মনে করা হয়।

* রান্নাঘরের অবস্থান : বাড়ির মধ্যে রান্না ঘরের সঠিক অবস্থান দারুন গুরুত্বপূর্ণ । কারণ ওই রান্নাঘরে দেবী লক্ষ্মী এবং অগ্নিদেবের অস্তিত্ব থাকে, এমনটাই মনে করা হয় হিন্দু শাস্ত্রে। তাই বাস্তুশাস্ত্র অনুযায়ী যেই বাড়ির রান্নাঘর উত্তর-পশ্চিম দিকে কিংবা দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে সেই বাড়ি চোখ বন্ধ করে ভাড়া নেওয়া যায়। বাস্তু বিশেষজ্ঞদের মতে, এই দুটি দিকে রান্নাঘর থাকলে সেই সমস্ত বাড়িতে কোন সময় বাস্তু দোষ দেখা দিতে পারে না।

* বাড়ির মুখ যেদিকে : আপনি যে বাড়িটি ভাড়া নিতে চলেছেন সেই বাড়ির মুখ যদি দক্ষিণ-পশ্চিম , দক্ষিণ-পূর্ব কিংবা দক্ষিণ দিকে থাকে তাহলে সেখানেই থেমে যান। বাস্তুশাস্ত্র বলছে যে সকল বাড়ির মুখগুলি এই তিনটি দিকে থাকে তাকে একেবারেই শুভ বলে গণ্য করা হয় না। এই ধরনের বাড়িতে বসবাস করলে বিভিন্ন বিপদ ঘিরে ধরতে পারে আপনাকে । তাই আগেভাগেই সতর্ক হওয়া ভালো।

* ব্যালকনির অবস্থান : বাস্তু বিশেষজ্ঞরা বলছেন যেই বাড়ির ব্যালকনি দক্ষিণ-পশ্চিম কোণে রয়েছে সেই বাড়িতে বাস্তুদোষ দেখা দেয়। তাই এই ধরনের বাড়িতে বসবাসকারীর জীবনে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

* ঠাকুরের অবস্থান : যে সকল বাড়িতে আলাদা করে ঠাকুর ঘর রয়েছে এবং সেই ঠাকুরঘর যদি উত্তর-পূর্ব কোণে থাকে তাহলে ওই বাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রে একেবারে যথাযোগ্য । তবে বাড়ি পছন্দ হয়েছে কিন্তু ঠাকুর ঘর উত্তর-পূর্ব কোণে নেই এই কারণ দেখিয়ে বাড়ি ভাড়া নেওয়া থেকে পিছিয়ে আসবেন না। সেই ঠাকুর ঘরকে অন্য কাজে ব্যবহার করুন এবং আপনার ঠাকুর রাখুন উত্তর-পূর্ব দিকে । এতেই সমস্যার সমাধান হবে।

* সিঁড়ির অবস্থান : যাদের পরিবারের লোক সংখ্যা বেশি তাঁরা সাধারণত অনেকগুলি ঘর ভাড়া নেওয়ার জন্য খোঁজেন। সেক্ষেত্রে এমন অনেক ভাড়াটিয়া দেখা যায় যারা দুতলা বাড়ি ভাড়া নেন। তাই তাদেরকে বাড়ির পাশাপাশি সিঁড়ির দিকেও নজর দিতে হবে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী , উত্তর-পূর্ব দিকে সিঁড়ি রাখা উচিত নয়। এই কোণে যদি বাড়িতে সিঁড়ি থাকে তাহলে নেগেটিভ এনার্জির আগমন বাড়তে থাকে। যা নানান বিপদ ডেকে আনতে পারে সেই বাড়িতে বসবাসকারীর জীবনে।

প্রতিবেদনে উল্লেখিত প্রত্যেকটি তথ্য কেবলমাত্র সাধারণ জ্ঞানের জন্য। কোন বাড়ি ভাড়া নেওয়ার আগে যদি বাস্তু দোষ আছে কিনা দেখে নিতে চান তাহলে অবশ্যই বাস্তু বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করা উচিত। তাদের দেওয়া পরামর্শ মেনেই ভাড়া নিন বাড়ি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version