।। প্রথম কলকাতা ।।
Sankashti Chaturthi: জীবনের সমস্ত সমস্যার সমাধান করবে একটিমাত্র ব্রত। বিপদের হাত থেকে বাঁচাবে পরিবারের সমস্ত সদস্যদের। হিন্দু সংস্কৃতিতে এমনটাই যুগ যুগ ধরে কথিত রয়েছে। ভগবান গণেশের উদ্দেশ্যে দ্বিজপ্রিয় সংকষ্টী চতুর্থীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে নানান বিশ্বাস। প্রতিমাসে দু বার করে আসে সংকষ্টী চতুর্থী (Sankashti Chaturthi)। একটি আসে পূর্ণিমার পরে, অপরটি আসে অমাবস্যার পরে। অমাবস্যার পরে যে চতুর্থী আসে তাকে বলা হয় বিনায়ক চতুর্থী। কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে থেকে সংকষ্টী চতুর্থী (Sankashti Chaturthi) পালন করা হয়। ২০২৩ এ এই দ্বিজপ্রিয় সংকষ্টী চতুর্থী পড়েছে ৯ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এই দিন ভগবান গণেশের ৩২ টি রূপের মধ্যে ষষ্ঠ রূপের আরাধনা করা হয়। বিশ্বাস করা হয়, এই দিন যে ভক্ত ভগবান গণেশের আরাধনা এবং উপবাস পালন করেন তার জীবনের সমস্ত সমস্যার খুব দ্রুত নিরসন ঘটে।
৯ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সংকষ্টী চতুর্থীর শুভ সময় শুরু হবে সকাল ৬টা ২৩ মিনিটে। শেষ হবে ১০ই ফেব্রুয়ারি সকাল ৭টা ৫৮ মিনিটে। উদয়া তিথি অনুযায়ী, দ্বিজপ্রিয় সংকষ্টী চতুর্থী পালিত হবে ৯ই ফেব্রুয়ারি। এই দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বসনে প্রথমে বাড়ি মন্দির পরিষ্কার করবেন। তারপর উত্তর দিকে মুখ করে ভগবান গণেশের উদ্দেশ্যে জল অর্পণ করবেন। জেনে নিন সংকষ্টী চতুর্থীর সঠিক পুজো পদ্ধতি।
পুজো পদ্ধতি
- যারা এই চতুর্থীতে উপবাস করবেন, তাদের ব্রহ্ম মুহুর্তে স্নান, ধ্যান ইত্যাদি সেরে ‘ওম গম গণপতয়ে নমঃ’ মন্ত্র উচ্চারণ করে উপবাসের ব্রত গ্রহণ করা উচিত। এছাড়াও লাল রঙের পোশাক পরবেন, এটি মঙ্গল গ্রহের অবস্থানকে শক্তিশালী করে।
- কেউ উপবাস না করলেও এই দিন গণেশের পুজো করা উচিত। উপবাস পালনকারীর পূর্ব বা উত্তর দিকে মুখ করে ভগবান গণেশের পুজো করবেন।
- ভগবান গণেশের পুজোয় তাঁর প্রিয় জিনিস যেমন দূর্বা, ধূপ-দীপ এবং মোদক বা মতিচুর লাড্ডু নিবেদন করবেন। এরপর গণেশ চালিসা, গণেশ স্তোত্র বা গণেশ অথর্বশীর্ষ পাঠ করতে পারেন। মনে রাখবেন গণেশের পুজোয় তুলসি ব্যবহার করা উচিত নয়।
- পুজোর দিন জুড়ে ওম গম গণপতয়ে নমঃ মন্ত্র জপ করবেন। এই দিন উপবাস রাখার নিয়ম মেনে ফল খেতে পারেন।
- চাঁদ ওঠার পরে ভগবান গণেশের পুজো করবেন। গণপতির মূর্তি বা ছবিতে ধূপ-দীপ, ফল, ফুল দিয়ে নৈবেদ্য নিবেদনের পাশাপাশি চন্দনের টিকা এবং লাড্ডু নিবেদন করতে ভুলবেন না।
সুফল লাভের উপায়
এই শুভ তিথিকে মাত্র কয়েকটি কাজের মাধ্যমে সুফল লাভ করতে পারেন।
- সংকষ্টী চতুর্থীর দিন ঘিয়ের সঙ্গে সিঁদুর মিশিয়ে প্রদীপ জ্বালাবেন। তারপর সেই প্রদীপটি রাখবেন গণেশের সামনে। এই দিন ভগবান গণেশকে গাঁদা ফুল এবং গুড় নিবেদন করতে ভুলবেন না।
- প্রথমে একটি কলাপাতা ভালোভাবে পরিষ্কার করে নেবেন তারপর রোলি চন্দন দিয়ে সেটি ত্রিভুজ আকারে তৈরি করবেন। সেই কলাপাতাটি পুজোর স্থানে রেখে তার সামনে একটি প্রদীপ জ্বালাবেন।
- গণেশের পুজো করার সময় অবশ্যই লাল কিংবা সবুজ রঙের পোশাক পরা উচিত। হলুদ রঙের আসনে গণেশের মূর্তি কিংবা ছবি রাখবেন। বলা হয় এতে ভগবান গণেশ খুব খুশি হন এবং সমস্ত সমস্যার সমাধান করেন।
- সংকষ্টী চতুর্থীর দিন ৫ টি দূর্বাতে ১১টি গিঁট বেঁধে একটি লাল কাপড়ে রাখবেন। তারপর সেটি ভগবান গণেশের সামনে অর্পণ করবেন। বলা হয় এই কাজের পরে গণেশের ধ্যান করলে আর্থিক অবস্থার উন্নতি ঘটে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম