Sankashti Chaturthi: গণেশের আশীর্বাদে দূর হবে আর্থিক সমস্যা, সংকষ্টী চতুর্থীতে কাটবে সমস্ত বিপদ!

।। প্রথম কলকাতা ।।

Sankashti Chaturthi: জীবনের সমস্ত সমস্যার সমাধান করবে একটিমাত্র ব্রত। বিপদের হাত থেকে বাঁচাবে পরিবারের সমস্ত সদস্যদের। হিন্দু সংস্কৃতিতে এমনটাই যুগ যুগ ধরে কথিত রয়েছে। ভগবান গণেশের উদ্দেশ্যে দ্বিজপ্রিয় সংকষ্টী চতুর্থীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে নানান বিশ্বাস। প্রতিমাসে দু বার করে আসে সংকষ্টী চতুর্থী (Sankashti Chaturthi)। একটি আসে পূর্ণিমার পরে, অপরটি আসে অমাবস্যার পরে। অমাবস্যার পরে যে চতুর্থী আসে তাকে বলা হয় বিনায়ক চতুর্থী। কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে থেকে সংকষ্টী চতুর্থী (Sankashti Chaturthi) পালন করা হয়। ২০২৩ এ এই দ্বিজপ্রিয় সংকষ্টী চতুর্থী পড়েছে ৯ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এই দিন ভগবান গণেশের ৩২ টি রূপের মধ্যে ষষ্ঠ রূপের আরাধনা করা হয়। বিশ্বাস করা হয়, এই দিন যে ভক্ত ভগবান গণেশের আরাধনা এবং উপবাস পালন করেন তার জীবনের সমস্ত সমস্যার খুব দ্রুত নিরসন ঘটে।

৯ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সংকষ্টী চতুর্থীর শুভ সময় শুরু হবে সকাল ৬টা ২৩ মিনিটে। শেষ হবে ১০ই ফেব্রুয়ারি সকাল ৭টা ৫৮ মিনিটে। উদয়া তিথি অনুযায়ী, দ্বিজপ্রিয় সংকষ্টী চতুর্থী পালিত হবে ৯ই ফেব্রুয়ারি। এই দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বসনে প্রথমে বাড়ি মন্দির পরিষ্কার করবেন। তারপর উত্তর দিকে মুখ করে ভগবান গণেশের উদ্দেশ্যে জল অর্পণ করবেন। জেনে নিন সংকষ্টী চতুর্থীর সঠিক পুজো পদ্ধতি।

পুজো পদ্ধতি

সুফল লাভের উপায়

এই শুভ তিথিকে মাত্র কয়েকটি কাজের মাধ্যমে সুফল লাভ করতে পারেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version