।। প্রথম কলকাতা ।।
Herbal Oil: চুলের যত্নে (Hair Care) এখন বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নামিদামি প্রসাধনীর ছড়াছড়ি। হেয়ার স্পা থেকে শুরু করে হেয়ার প্যাকের ভিড়ে অধিকাংশ মানুষই চুলে তেল দেওয়ার কথা ভুলে যান। ভালো শ্যাম্পু ভালো কন্ডিশনার ব্যবহার করছেন, দামী দামী হেয়ার প্যাক অ্যাপ্লাই করা হচ্ছে চুলে। কিন্তু তারপরেও চুলের জন্য তেলের বিকল্প কোনো কিছুই হয় না। কাজেই চুলকে ভেতর থেকে সুস্থ রাখতে গেলে আপনাকে তেলের (Oil) ব্যবহার করতেই হবে। সপ্তাহে অন্ততপক্ষে দুবার মাথায় ভালো করে তেল ম্যাসাজ করা উচিত। কিন্তু যে কোন ধরনের বাজার চলতি তেল ব্যবহার না করাই ভালো। এক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন ভেষজ তেলের উপরে।
তবে অনেকেই জানেন না কোন কোন ভেষজ তেল চুলের জন্য উপকারী। কীভাবেই বা সেই সব ভেষজ তেলগুলিকে তৈরি করা যায়। আজকের প্রতিবেদনে কয়েকটি ভেষজ তেল তৈরি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হল।
- জবা ফুল (Hibiscus) চুলের জন্য অত্যন্ত উপকারী । তাই বাড়িতেই জবা ফুলের তেল বানিয়ে নেওয়া যেতে পারে। এর জন্য আপনার প্রয়োজন কিছুটা নারকেল তেল (Coconut Oil) এবং জবা ফুল ও জবা পাতা। কম করে দশটি জবা ফুল এবং দশটি জবা পাতা নিয়ে ভালো করে পেস্ট করে নিন। আর তারপর সেই পেস্টটিকে নারকেলের তেলের সঙ্গে মিশিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিন। যখন তেলটির রং লালচে হতে শুরু করবে তখন সেটিকে নামিয়ে দিয়ে ঠান্ডা করে নিন। আর তারপর ব্যবহার করুন তেলটি। জবা ফুলের মধ্যে যেহেতু ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য মিনারেল রয়েছে তাই এটি আপনার চুলকে উপযুক্ত পুষ্টিগুণ দিতে সাহায্য করবে।
- পেঁয়াজের রস (Onion Juice) চুলের জন্য ভীষণ উপকারী। আপনি কাঁচা পেঁয়াজ ভালোভাবে বেটে তার রস ছেঁকে নিয়ে চুলের গোড়ায় গোড়ায় লাগাতে পারেন। এছাড়াও নারকেল তেলের সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে খানিকটা গরম করে নিয়ে তারপর সেটি ঠান্ডা করে চুলে লাগানো যেতে পারে। এতে চুলের গোড়া শক্ত হয় এবং খুশকি সমস্যা থাকলে তা দূর হয়। পেঁয়াজের রস আপনার নতুন চুল গজাতেও সাহায্য করবে।
- নারকেল তেলের মধ্যে কিছু কারি পাতা (Curry Leaves) দিয়ে সেই তেলটিকে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নিন। এই তেলটি একদিকে যেমন আপনার চুলের গোড়া শক্ত করবে, তেমনি অকালে সাদা হয়ে যাওয়া চুলের হাত থেকে আপনাকে রক্ষা করবে। কারি পাতা এবং নারকেল তেল চুল ঘন করতে সাহায্য করে।
- একাধিক বাজার চলতি তেলে দাবী করা হয় যে কাঁচা আমলকি (Curry Leaves) রয়েছে। আমলকি চুলের জন্য অত্যন্ত উপকারী। এমনকি কাঁচা আমলকি চিবিয়ে খাবার পরামর্শ দেওয়া হয়ে থাকে। তাই এই আমলকিকে আপনি তেলের সঙ্গে ব্যবহার করতে পারেন। নারকেল তেলের সঙ্গে কিছুটা আমলকি কুচি কুচি করে কেটে নিয়ে ফুটিয়ে নিন। আর তারপর সেই তেলটিকে ঠান্ডা করে কোন কৌটোয় ভরে রেখে দিন। এই তেলটি আপনি সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
ভেষজ কোন উপাদানের কখনও পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। এই সমস্ত তেল গুলি ব্যবহার করলে আপনার চুল পড়ে যাবে অথবা স্ক্যাল্পে জ্বালা ভাব অনুভূত হবে, এমন ধারণা পোষণ করার কোন জায়গায় নেই। ভেষজ যে কোন জিনিস কাজ করতে কিছুটা সময় নেয়। তাই আপনাকেও এই তেল থেকে উপকার পেতে গেলে ধৈর্য্য ধরতে হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম