Covid 19: চিন্তা বাড়াচ্ছে করোনা! দেশে একদিনে সংক্রমিতের সংখ্যা ৩,০০০ হাজারের গন্ডি ছাড়াল

।। প্রথম কলকাতা ।।

Covid 19: চিন্তা বাড়াচ্ছে করোনার দাপট। উদ্বেগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। দেশে দৈনিক সংক্রমণ ছাড়াল ৩,০০০ হাজার। গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩,০১৬ জন। যা গত প্রায় ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। গত বছরের ২ অক্টোবর একদিনে মোট ৩,৩৭৫টি করোনা সংক্রমণ ধরা পড়ে। সেই সঙ্গে দৈনিক করোনা সংক্রমণের হার বেড়ে হল ২.৭ শতাংশ। সাপ্তাহিক হার ১.৭১ শতাংশ। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৫০৯ জন।

একদিনে বেড়েছে করোনায় মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। মৃতদের মধ্যে ৮ জন কেরলের, ৩ জন মহারাষ্ট্রের, ২ জন দিল্লির, একজন হিমাচল প্রদেশের বাসিন্দা। মৃত্যুর হার ১.১৯ শতাংশ। বুধবার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে ভারতে সংক্রমণের সংখ্যা ছিল ২,১৫১ জন। সুতরাং, বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী দৈনিক সংক্রমণ বেড়েছে ৪০ শতাংশ। তবে এরই মধ্যে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। দেশে মোট সুস্থতার সংখ্যা ৪,৪১,৬৮,৩২১জন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ।

বিশ্বজুড়ে দাপট বাড়ছে ওমিক্রনের এক্সবিবি (Omicoron XBB) ভ‌্যারিয়েন্টের। সংক্রমণ রুখতে নতুন নির্দেশিকা জারি করেছে বিশ্ব স্বাস্থ‌্য সংস্থা (WHO)। নির্দেশিকায় বলা হয়েছে, করোনার টিকার দু’টি ডোজ নেওয়া হয়ে গেলেও ফের নতুন করে বুস্টার ডোজ নিতে হবে। বিজ্ঞানীদের মতে শরীরে রোগ প্রতিরোধ গড়ে তুলতে বুস্টার ডোজ নেওয়ার বিকল্প নেই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version