।। প্রথম কলকাতা ।।
Discuss Before Marriage: বিয়ে শুধুমাত্র দুজন মানুষের মধ্যে বন্ধন নয়, বরং বিবাহ নামক অনুষ্ঠানের মাধ্যমে দুই পরিবারের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আগে করা সামান্য ভুল ভেঙে দিতে পারে সম্পর্ক। এমনকি বৈবাহিক সম্পর্কে ডেকে আনতে পারে নানান রকম অশান্তি। সারা জীবন হেসে খেলে একসঙ্গে পথ চলা খুব একটা সহজ নয়। চলার পথে নানান সময় বাধা-বিপত্তি আসতে পারে। যারা সমস্যার সমাধান করতে পারে এবং মানিয়ে নিতে পারে তারাই সুখী দম্পতি। সংসার যাত্রার দীর্ঘ পথে একটু ভেবেচিন্তে পা ফেলতে হয়। শুধুমাত্র একে অপরকে ভালবাসলেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। উপরন্তু দুজন মানুষ পরস্পরকে বোঝা উচিত। ধরুন সামনেই বিয়ে, এমন পরিস্থিতিতে বিয়ের আগে নিম্নলিখিত এই কাজগুলি কখনোই করবেন না। তাহলে সম্পর্কে চিড় ধরতে পারে।
•তর্ক বিতর্কের কারণে সম্পর্কের মধ্যে বিরক্ত তৈরি হয়। যে কোনো সম্পর্কে মাঝেমধ্যে খুঁটিনাটি বিষয় নিয়ে ঝামেলা বাধা অত্যন্ত স্বাভাবিক। তবে সেই সমস্যার সমাধানের উপায় খুঁজতে হবে। দুই পক্ষ যদি তর্ক করতে থাকে তাহলে সমস্যা বাড়বে।
•সঙ্গীকে স্নেহ আদর ভালোবাসায় ভরিয়ে রাখুন। আপনি তার কাজের গুরুত্ব বুঝুন। চোখ রাঙানি, আজেবাজে নামে ডাকা, অবজ্ঞাসূচক কথা বলা এমন আচরণ সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। তাই সবসময় মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে হবে।
•যে ব্যক্তির রোজ সকাল দশটা না বাজলে ঘুম ভাঙে না, তাকেই হয়ত বিয়ের পর সকাল সকাল ব্যাগ হাতে বাজারে ছুটতে হচ্ছে। অপরদিকে যে মেয়েটি বাপের বাড়িতে কোনদিনও হেঁসেলে ঢোকেনি তাকেই সাতসকালে চিন্তা করতে হচ্ছে কি রান্না হবে। এমন পরিস্থিতিতে একে অপরকে বোঝা অত্যন্ত জরুরি। তাই বিয়ের কিছু দিন আগে থেকেই অন্তত টুকটাক কথা বলতে শুরু করুন। শেয়ার করতে পারেন নিজেদের পছন্দ এবং অপছন্দ গুলি।
•সাম্প্রতিক সময় শুধু প্রেম আর ভালবাসা দিয়ে দাম্পত্য জীবন সুন্দর রাখা যায় না। যেখানে আর্থিক সংকট দেখা দেবে সেখানেই অশান্তির দানা বাঁধতে পারে। যদি পরিবার থেকে বিয়ের সম্বন্ধ ঠিক করে দেয় তাহলে উভয় দিক থেকেই আর্থিক অবস্থা একটু যাচাই করে নেবেন।
•এখনো পর্যন্ত বহু পরিবার রয়েছে যারা বিয়ের পর নতুন বউকে বাইরে কাছে যেতে দেন না। তাই বিয়ের পর নতুন বউ অফিস যেতে পারবে কিনা সেই বিষয়ে জেনে নেওয়া দরকার। না হলে এই সামান্য বিষয়কে কেন্দ্র করে অশান্তি তৈরি হতে পারে।
•কেউ বা ঘুমের মধ্যে নাক ডাকে, আবার কেউবা সারা রাত জেগে বই পড়েন। একে অপরের এই ছোটখাটো অভ্যাস গুলি সম্পর্কে জানা উচিত। না হলে হঠাৎ করে বিয়ের পর মানিয়ে নিতে অসুবিধা হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম