।। প্রথম কলকাতা ।।
Vastu tips: ভাবছেন সৌন্দর্য বাড়াতে বাড়িতে রং করবেন। তবে কি রং করবেন সেটা এখনো ভেবে উঠতে পারছেন না। বাড়ির রং শুধু সৌন্দর্যই বাড়ায় না, ইতিবাচক শক্তিও দেয়। বাস্তুশাস্ত্র মতে, ঠিক রং নির্বাচন যেমন বাড়িতে শান্তি সুখ সমৃদ্ধি এনে দেয়, তেমনই ভুল রঙ নির্বাচনের খারাপ দিকও অনেক আছে। সব মিলিয়ে বাড়ির ঘরের দেওয়ালে করা রং গৃহস্থকেও প্রভাবিত করে। বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ি তৈরির পরে সঠিক রং করে সাজাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাস্তু অনুসারে রং বেছে নিলে ঘরে সুখ-সমৃদ্ধির পাশাপাশি ইতিবাচক অনেক প্রভাব পড়ে।
বাস্তুমতে, ঘরে রং করার জন্য অপেক্ষাকৃত হালকা রং বেছে নিতে হবে। আকাশি, হালকা সবুজ ও সাদা রং ঘরের বাস্তু দোষ দূর করে। বাড়ির বাইরের দেওয়ালে সাদা, হালকা হলুদ এবং ক্রিম রঙ ব্যবহার করা উচিত।বেডরুমে গোলাপি, আকাশী বা হালকা সবুজ রং করা উচিত। এতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। সম্পর্কের মাধুর্য আনতেও এগুলোকে শুভ বলে মনে করা হয়।
স্টাডি রুমে সবসময় হালকা রং বেছে নেওয়া উচিত। এতে মানসিক একাগ্রতা বাড়ে।বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির মন্দিরের দেওয়ালে হলুদ, সবুজ বা হালকা গোলাপি রঙ শুভ বলে মনে করা হয়। তবে মনে রাখবেন মন্দিরের সব দেয়ালের রং যেন একই রকম হয়।
বাস্তু মতে, খাবার ঘরে আকাশি, হালকা সবুজ ও গোলাপি রং থাকলে ভালো। টয়লেট ও বাথরুমে সাদা বা হালকা নীল রং থাকা ভালো বলে মনে করা হয়। কমলা এবং আকাশী রং রান্নাঘরের জন্য শুভ বলে মনে করা হয়।বাড়ির সব ঘরের ছাদ সাদা রং করতে হবে। এতে সংসারে মঙ্গল হবে। সেই সঙ্গে সংসারেও সুখ বজায় থাকবে। বাড়িতে করা সঠিক রং-ই সংসারে শান্তির বাতাবরণ বজায় রাখে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম