Hair Cut: বুঝতে পারছেন না কখন হেয়ারকাট দরকার ? এই লক্ষণ গুলি দেখলেই কাজ সেরে ফেলুন

।। প্রথম কলকাতা ।।

Hair Cut: চুলের যত্নের জন্য মানুষ কী না করেন। পার্লার থেকে শুরু করে দামি দামি সব প্রসাধনী ব্যবহার সবকিছুই চলছে। কিন্তু তারপরও মাঝেমধ্যেই যেন মনে হয় আপনার চুল আপনার মনের কথা বুঝতে পারছে না। ক্রমশ নিষ্প্রাণ, নিস্তেজ, জেল্লাহীন হয়ে যাচ্ছে। এমন চুল মাথায় করে বয়ে বেড়াতেও মন চায় না। কিন্তু আগের তুলনায় চুল খানিকটা লম্বা হয়েছে দেখে কাটতেও ইচ্ছে করছে না। নিজের মনেই প্রশ্ন উঠছে আদৌ কি এখন চুল কেটে (Hair Cut) ফেলার জন্য সঠিক সময় ?

আপনার চুলে যদি এই পাঁচ ধরনের লক্ষণ দেখা যায় তাহলে নিশ্চিন্তে চুলের অল্প অংশ ছেঁটে নিতে পারেন এতে বরং ভালোই হবে। বজায় থাকবে আপনার চুলের সুস্বাস্থ্য। আরও একটি মজাদার বিষয় হল আমাদের চুল নিজেই জানিয়ে দেয় কখন আমাদের হেয়ারকাট এর প্রয়োজন রয়েছে। শুধু একটু বুঝে নিতে হবে এই যা।

লক্ষণ গুলি হল-

বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র চুল লম্বা হয়ে গেলেই যে কাটার প্রয়োজন হয় এমনটা কিন্তু নয় । চুলের সুস্বাস্থ্য বজায় রাখতে গেলে প্রতি তিন মাস অন্তর অন্তর অল্প একটু করে হলেও চুল কেটে ফেলা দরকার । যদিও প্রত্যেকের চুলের ধরন এক রকম হয় না । তাই সকলের জন্য নিয়মও এক নয় । কিন্তু তাও সামান্য একটু চুল তিন মাস অন্তর কেটে ফেললে ভালোর বদলে খারাপ তেমন কিছু হয় না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version