।। প্রথম কলকাতা ।।
Vastu Tips: ঘর সাজাতে কে না পছন্দ করেন। ঘর সাজানোর পদ্ধতিও বিভিন্ন হয়। অনেকেই আছেন যারা ঘরের মধ্যে বিভিন্ন গাছ রাখেন। যাতে ঘরের পরিবেশ সুস্থ থাকে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এমন কিছু গাছ রয়েছে যা সংসারের নেতিবাচক শক্তি নষ্ট করতে সক্ষম। এই গাছ গুলি দেখতেও সুন্দর, আবার মনকেও শান্তি দেয়। কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী, এমন কিছু গাছ রয়েছে যা নেতিবাচক শক্তির প্রবাহ বাড়ায় এবং ঘরের শান্তি নষ্ট করে। যদিও এর সঙ্গে কোন বৈজ্ঞানিক যুক্তি নেই। মূলত প্রচলিত ধ্যান ধারণা আর বিশ্বাসের উপর গড়ে ওঠা এই নিয়ম বহু মানুষ মেনে চলেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এমন কিছু গাছ রয়েছে যা বাড়িতে লাগানো অশুভ বলে মনে করা হয়। এর ফলে নাকি আর্থিক সংকট বৃদ্ধি পায়। দেখা দেয় সাংসারিক নিত্য ঝামেলা।
•বাবলা গাছ
বাড়িতে বাবলা গাছ লাগানো অশুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়িতে এই গাছ রাখলে নেতিবাচক শক্তি প্রবাহ বৃদ্ধি পায়। যেহেতু এই গাছে কাঁটা আছে তাই তা নেতিবাচক শক্তি সৃষ্টি করে। এছাড়াও বাড়ির সদস্যদের স্বাস্থ্যের উপর এই গাছের খারাপ প্রভাব পড়ে।
• বনসাই উদ্ভিদ
প্রায়শই মানুষ ঘর সাজাতে বনসাই গাছ ব্যবহার করে থাকেন। কিন্তু বাস্তু মতে, বাড়িতে এই গাছ রাখার পর বাড়ির সমস্যা বাড়ে। এমনকি পরিবারের সদস্যদের মধ্যে মারামারি ও ঝগড়া পর্যন্ত হয়। কর্ম এবং শিক্ষাক্ষেত্রে নানান সমস্যা দেখা দেয়। বাড়িতে থাকা শিশুরা পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ে। সামান্য সমস্যা থেকে শুরু হওয়া বিবাদ বড় আকারে পরিণত হয়, যার ফলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।
• কুল গাছ
বাড়িতে কুল গাছ লাগানো ঠিক নয়। বাড়িতে এই গাছ লাগালে নেতিবাচকতা তো বাড়েই, সেই সঙ্গে জন্ম দেয় সব ধরনের সমস্যা। এর সাথে এটাও বলা হয়, যে বাড়িতে কুল গাছ থাকে সেখানে লক্ষ্মী থাকে না। দেবী লক্ষ্মীর নাকি এতে অত্যন্ত রুষ্ট হন। সাংসারিক জীবনে দেখা যায় একের পর এক বাধা-বিপত্তি। স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।
• তাল গাছ
বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে খেঁজুর গাছ লাগাতে ভুলবেন না। তবে তাল গাছ লাগালে ঘরে দারিদ্র্য আসে। আপনার আর্থিক সমস্যা ঘরে রয়ে গেছে। বাড়ির সদস্যদের স্বাস্থ্যেও এর প্রভাব দেখা যায়। একের পর এক দেখা দেয় নানা অসুখ। চিকিৎসা খাতে সংসারের বেশি ব্যয় হয়। স্বাভাবিকভাবেই কমে যায় সঞ্চয়ের পরিমাণ।
• তেঁতুল গাছ
বাস্তুশাস্ত্র অনুসারে , বাড়িতে তেঁতুল গাছ লাগালে পরিবারের সদস্যদের সম্পর্কের মধ্যে তিক্ততার সৃষ্টি হয়। পাশাপাশি তেঁতুল গাছ ঘরের অগ্রগতি বন্ধ করে দেয়। এছাড়াও পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ওপরও এর খারাপ প্রভাব পড়ে। সর্বদা একই পরিবারের সদস্যদের মধ্যে সামান্য জিনিস নিয়ে বিবাদ তৈরি হয়। এমনকি মাঝে মাঝে এই বিবাদ নাকি বিচ্ছেদের পরিণত হতে বেশি সময় লাগে না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম