Detox After New Year Binging: বর্ষবরণে চলবে দেদার খানাপিনা ! চিন্তা কী ? শরীর ঠিক রাখবে এই খাবার

।। প্রথম কলকাতা ।।

Detox After New Year Binging: শহরের বুকে ডিসেম্বর এলেই যেন কেমন একটা উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। ২৫ ডিসেম্বর সবে সবে কাটিয়ে উঠেছেন বিশ্ববাসী। সামনে আসছে বর্ষবরণ। ৩১ ডিসেম্বর থেকে শুরু করে প্রায় ৫ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ধরনের পার্টি, গেট টুগেদার লেগেই থাকবে । আর পরিচিত বন্ধুবান্ধব কিংবা পরিবারের সঙ্গে দেখা হওয়া মানেই তো সীমাহীন খাওয়া (Limitless Food) দাওয়া। এই খাবারের তালিকায় থাকছে একাধিক লোভনীয় পদ, যা দেখে নিজেকে সামলে রাখা মুশকিল। সেই সময় যদিও মন ভরে খেলেও বিশেষ কিছু বোঝা যাবে না।

টেরটি পাওয়া যাবে ঠিক কয়েকদিন পর থেকে। একের পর এক সমস্যা দেখা দেবে। এইসবের ভয় কী খাওয়া-দাওয়া বন্ধ করে দেবেন? বর্ষবরণের উৎসবে নিজেকে সবটা উজাড় করে দেবেন না? এমন ভাবার কোন প্রয়োজনই নেই। মন ভরে খেতে পারেন খাবার। কিন্তু তারপর শরীরের উপর যে অত্যাচার চলবে তার মাশুল গুনতেও তৈরি থাকতে হবে। শরীরকে আবার সেই আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য মানতে হবে কয়েকটি কঠিন নিয়ম । যেমন ধরুন শুধুমাত্র পুষ্টিকর খাবার দাবার খেতে হবে। আর শরীরে যে দূষিত পদার্থ (Toxic) জমাট বাঁধবে সেগুলিকে ছেঁকে বার করার কাজ শুরু করতে হবে।

আপনার শরীরকে কীভাবে ডিটক্সিফাই (Detoxify) করবেন ?

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version