Waxing: পার্লারে ওয়াক্সিং -এ বিপদ? ঘরোয়া উপায়ে সহজ সমাধান

।। প্রথম কলকাতা ।।

Waxing: হাজার টাকা খরচ করে পার্লারে গিয়ে ওয়াক্সিং করান? অবাঞ্চিত লোম তুলতে পার্লারে ছুটছেন মাসের পর মাস। কিন্তু ত্বকের ক্ষতি করছেন জানেন তো? ত্বকের ওপর টান পড়ে আপনার চামড়ার বারোটা বাজছে কীভাবে ? ঘরোয়া উপায়ে করুন মুশকিল আসান। আপনার ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়ে কীভাবে ওয়াক্সিং করবেন জানুন। শরীরে লোম থাকবে এটা খুব স্বাভাবিক। তাই অনেক মহিলাই রয়েছে যাঁরা নিয়মিত ওয়াক্সিং করান। আবার কেউ কেউ রয়েছেন যাঁরা মাঝে মাঝে ওয়াক্সিং করেন যখন দরকার পড়ে। সবাই মোমের মত সুন্দর কোমল ত্বক পেতে চান। কিন্তু ওয়াক্সিংয়ে কীভাবে ত্বকের সর্বনাশ হচ্ছে জানেন না অনেকেই। তা বলে কি ওয়াক্স করাবেন না?

ওয়াক্সিং করালে ত্বক তো সুন্দর হয়ই কিন্তু ঘন ঘন ওয়াক্সিং করালে ক্ষতিও হয় ত্বকের দীর্ঘ দিন ধরে ওয়াক্সিং করানোর ফলে ত্বকের রঙ পরিবর্তন হতে থাকে। আপনি ভাবছেন লোম তুললে চামড়ায় জেল্লা বাড়বে। তাহলে ভুল ভাবছেন যেহেতু ত্বকের ওপর টান পড়ে তাই ত্বকের রঙও পরিবর্তন হয়ে যায়। বারবার ওয়াক্সিংয়ে ত্বক কুঁচকে যায় ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। সংবাদমাধ্যমে এমনই দাবি করছেন বিশেষজ্ঞরা।

এবার আপনার মনে প্রশ্ন আসছে নিশ্চই তাহলে লোম তুলবেন কীভাবে? বিশেষজ্ঞদের মতে, এই মরসুমে যদি রোম তুলতেই হয়, সে ক্ষেত্রে ওয়াক্স করার আগে এবং পরে কিছু নিয়ম মেনে চলা জরুরি। রোম তুলে ফেলার পর বরফ দেওয়া জলে তোয়ালে ভিজিয়ে মুছে নেওয়া উচিত। তবে খেয়াল রাখবেন তোয়ালে যেন খুব নরম হয়। হাজার হাজার টাকা দিয়ে পার্লারে যেতে হবে না। এই কাজটা আপনি ঘরোয়া উপায়েও করতে পারবেন। তাতে চামড়ার ক্ষতি হবে না। দাবি বিশেষজ্ঞদের।

হলুদের সঙ্গে কাঁচা পেঁপের মিশ্রণ অবাঞ্চিত লোম বৃদ্ধি ধীর করার জন্য এটি একটি ভাল উপায়। এর জন্য কিছু কাঁচা পেঁপে পিষে নিন এবার এতে এক থেকে দুই চা চামচ হলুদ গুঁড়ো দিন এখন দুটোকে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। সারা মুখে এবং শরীরে লাগান। এটি ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন তারপরে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক বা দুবার নিয়মিত এটি চেষ্টা করুন শরীরের লোমের বৃদ্ধি ধীর হয়ে যাবে বা একটি পাত্রে সামান্য জল দিয়ে চিনি গরম করুন ভাল করে নাড়তে থাকুন যত ক্ষণ না চিনি গলে যায়। চিনি গলে যাওয়ার পর এর সঙ্গে মধু, লেবুর রস আর এসেনশিয়াল ওয়েল দিন মিশ্রণটি ঠান্ডা হওয়ার পর একটি কাঠের সামান্য চওড়া টুকরো দিয়ে সেটি হাতে পায়ের লোমের মাখিয়ে দিন ওয়াক্স স্ট্রিপ ভাল করে চেপে লাগিয়ে এই ভাবে পর পর ২-৩ বার করার পর দেখবেন পার্লারের মতো পারফেক্ট ওয়াক্স হয়ে গিয়েছে।

বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটি অবশ্যই একটি সমস্যা! তাই অনেক মহিলারাই পার্লারে গিয়ে ওয়াক্স করে থাকেন। কিন্তু ত্বকের ক্ষতি হতে থাকলে ওয়াক্সিং করিয়ে লাভ হবে না। ঘরোয়া উপায়ে সহজ সমাধান মেনে চলুন। বলছেন বিশেষজ্ঞরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version