Relationship Tips: বরের সাথে রোজ ঝগড়া ? এগুলো ফলো করুন, সংসারে শান্তি আসবে

।। প্রথম কলকাতা ।।

 

Relationship Tips: সংসারে নিত্য ঝগড়া-অশান্তি, বরের সাথে ঝামেলা লেগেই আছে? আপনাকে সারাক্ষণ ভুল বোঝে। চেষ্টা করেও ফেরাতে পারছেন না সংসারের হাল? এই ভুলগুলো করছেন না তো? ভাবছেন তো, এত চেষ্টা করেও লাভ হচ্ছে না! তাহলে এবার উপায়টা কী? কী করলে স্বামী, সংসার সব থাকবে আপনার হাতের মুঠোয়?

 

মঙ্গলবার দিন হনুমানজির ছবির সামনে একটি তেলের প্রদীপ জ্বালান। এতে পরিবারের ওপর থেকে কু-নজর কেটে যায়। সংসারে স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া চরম আকার নেয়, তাহলে একজোড়া লাভ বার্ডের ছবি বা মূর্তি বেডরুমে রাখুন। খাটের পাশের টেবিলে লাভ বার্ড রাখতে পারেন। বাস্তু অনুসারে বেডরুমে লাভবার্ড রাখা অত্যন্ত শুভ। কাঁচ, পোর্সেলিন বা টেরাকোটার তৈরি লাভ বার্ড রাখতে পারেন। এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে পরস্পরের প্রতি ভালোবাসা বাড়বে এবং তাঁর একে অন্যের খেয়াল রাখা শুরু করবেন।

 

আপনার সঙ্গী কী বলছেন, সেই কথাগুলি মন দিয়ে শুনুন। তাঁর দুটো কথা শুনেই নিজের মতামত দিতে শুরু করবেন না। এতে আপনাদের মধ্যে সমস্যা বাড়বে বৈ কমবে না।
আমরা সবাই নিজের কথা বলতে ভালোবাসি, কিন্তু বিপরীতের মানুষটির বক্তব্য শোনার কোনও ইচ্ছেই আমাদের মধ্য়ে থাকে না। তাই ঝগড়া-অশান্তিও বাড়ে। এবার থেকে শোনার অভ্যাসও গড়ে তুলুন। সঙ্গীর কথাগুলো মন দিয়ে শুনুন।

 

এদিকে বাস্তু বলছে বাড়ির উত্তর-পশ্চিম দিকে অধিপতি হল চন্দ্র। এই দিকে বাস্তুদোষ থাকলে বাড়ির সদস্যদের মন কোনও না কোনও কারণে দুঃখে ভরে থাকে। বিয়েতে বাধা দেখা দেয়। প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা বাধে। অনেক বাড়িতেই খাটের নীচে বাতিল ও অপ্রয়োজনীয় জিনিসপত্র ঢুকিয়ে রাখা হয়। বাতিল ও অপ্রয়োজনীয় জিনিসপত্র
বাড়িতে অকারণ জমিয়ে না রেখে ফেলে দিন বা কাউকে দিয়ে দিন। খাটের নীচের বেকার সামগ্রী জমিয়ে রাখলে তা আপনাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে।

 

নিজের মতামত সঙ্গীর উপর চাপিয়ে দেবেন না। তিনিও একজন প্রাপ্তবয়স্ক স্বতন্ত্র মানুষ, তাঁর অবশ্য়ই নিজস্ব কিছু মতামত রয়েছে। আর সেই মতামতকে সম্মান করার দায়িত্ব আপনার।তাই এবার থেকে নিজের মতামত চাপিয়ে না দিয়ে তাঁর মতকে সম্মান করুন। দেখবেন, ঝগড়া অনেকটাই কমে গিয়েছে।

 

https://fb.watch/sGtnMnJwZp/

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

 

 

 

Exit mobile version