Hair Need Conditioner: যতবার শ্যাম্পু ততবারই কন্ডিশনার ! আখেরে কোন লাভ হচ্ছে কি ?

।। প্রথম কলকাতা ।।

Hair Need Conditioner: সর্বক্ষণ ঘরে বসে থাকা কারও পক্ষে সম্ভব নয়। কোন না কোন প্রয়োজনে অথবা কাজের তাগিদে বাইরে সকলকেই বেরোতে হয়। আর বাইরে থেকে ফিরে আসার পর সুন্দর একগুচ্ছ কালো চুলের (Hair) দফারফা হয়ে যায়। বাইরের ধুলোবালি সবকিছু পরিষ্কার চুলকে তেল চিটচিটে করে দিতে পারে। আর এই দূষণের কারণেই মাথার ত্বক থেকে তৈল নিঃসরণের পরিমাণ অনেকটা বৃদ্ধি পায়। তাই সারাদিন বাইরে কাটিয়ে আসার পর বাড়িতে এসে সবার প্রথম চুলে শ্যাম্পু (Shampoo) করে নিতে অনেকেই পছন্দ করেন। এটা হেয়ার কেয়ারের (Hair Care) অন্যতম একটি ধাপ বলা যায়।

চুলে শ্যাম্পু দিচ্ছেন অথচ কন্ডিশনার ব্যবহার করবেন না এমনটাও কি হয় নাকি ? যতবারই সপ্তাহে শ্যাম্পু করা হচ্ছে ততবারই কন্ডিশনার (Conditioner) অ্যাপ্লাই করা হচ্ছে চুলের মধ্যে। কিন্তু এতে আদৌ কি কোন লাভ হচ্ছে? যতবার শ্যাম্পু দেওয়া হয় ততবারই কি কন্ডিশনার দেওয়া উচিত? নাকি মাঝে মধ্যে কন্ডিশনারের ধাপটি স্কিপ করে দেওয়া যায়। এই প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের কথা অনুযায়ী, যতবার শ্যাম্পু করা হবে ততবারই কন্ডিশনার দেওয়া চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য অত্যন্ত প্রয়োজন। কাজেই এটি স্কিপ করা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না।

মাথায় অতিরিক্ত তেল এবং ময়লা থাকলে সেগুলি পরিষ্কার করে শ্যাম্পু। চুলে শ্যাম্পু করার পর সেটি হালকা রুক্ষ হয়ে যায়। আর যাদের চুলের ধরনই রুক্ষ তাদের আরও বেশি সমস্যায় পড়তে হয়। এই কারণে ভেজা চুলে কন্ডিশনার ব্যবহার করতে হয়। কারণ কন্ডিশনার চুলকে ময়েশ্চারাইজ করে রুক্ষতা শুষ্কতা দূর করে। চুলকে নরম মসৃণ করে তোলে। এছাড়াও বিভিন্ন কন্ডিশনারে রয়েছে নানান ধরনের গুণ। যা চুলে পুষ্টি জোগাতে সাহায্য করে। চুলকে রেশমের মতো করে তুলতে পারে।

চুল খুব বেশি রুক্ষ শুষ্ক হয়ে গেলে ডগা ফেটে (Split Ends) যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। কিন্তু চুলে যদি নিয়মিত কন্ডিশনার ব্যবহার করা হয় তাহলে চুলের নরম ভাব বজায় থাকে। রুক্ষতা দূর হয়। শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার না করলে খানিকটা নিষ্প্রাণ দেখায় চুলগুলিকে। কিন্তু সেই জায়গায় কন্ডিশনার ব্যবহার করলে চুলগুলিকে বেশ সুরক্ষিত মনে হয়। চুলের অন্যতম একটি সুরক্ষাকবচ হল কন্ডিশনার। কাজেই যতবার নিজের চুলের যত্নে এবং তাকে পরিষ্কার রাখার জন্য শ্যাম্পু ব্যবহার করা হবে, ততবারই মনে করে কন্ডিশনার অবশ্যই ব্যবহার করতে হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version